Jagaddhatri Puja 2023: সাড়ম্বরে জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরে, ১২ কেজি সোনা পরানো হল ঐতিহ্যময়ী বুড়িমাকে
Nadia Jagaddhatri Puja 2023: বুড়িমাকে অলঙ্কারে ভূষিত হতে দেখতেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়ল চাষাপাড়া বারোয়ারি প্রাঙ্গণে।
সাড়ম্বরে জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরে, ১২ কেজি সোনা পরানো হল ঐতিহ্যময়ী বুড়িমাকে
1/8
জগদ্ধাত্রী পুজো (Jagaddhatri Puja 2023) উপলক্ষে খুশির আমেজ জেলায় জেলায়। এবার ১২ কেজি সোনার অলঙ্কারে ভূষিত হলেন কৃষ্ণনগর চাষা পাড়ার ঐতিহ্যময়ী বুড়িমা।
2/8
গতকাল সন্ধ্যে থেকেই বুড়িমাকে অলঙ্কার পরানো শুরু করেছেন পুজোর কর্মকর্তারা।
3/8
আর বুড়িমাকে অলঙ্কারে ভূষিত হতে দেখতেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়ল চাষাপাড়া বারোয়ারি প্রাঙ্গণে।
4/8
পুজো কর্মকর্তাদের থেকে জানা গিয়েছে, আনুমানিক ১২ কেজি সোনার অলঙ্কারে ভূষিত করার কথা চলতি বছরে বুড়িমাকে।
5/8
কৃষ্ণনগর শক্তিনগর হাই স্কুল প্রাঙ্গনে শক্তিনগর এমএনবি ক্লাবের পরিচালনায় এবছর জগদ্ধাত্রী পুজো উপলক্ষে তাঁরা তৈরি করেছেন চীনের বৌদ্ধ মন্দির।
6/8
সম্পূর্ণ প্যান্ডেলটি নির্মাণ করা হয়েছে বোতল চামচ সরঞ্জাম দিয়ে। মন্ডপের ভেতর এবং বাইরে নিখুঁত কারুকার্য দেখতে ইতিমধ্যে ভিড় করেছেন দর্শনার্থীরা।
7/8
সম্পূর্ণ মণ্ডপে রয়েছে একাধিক বুদ্ধ মূর্তি। মন্ডপের ভেতরে রয়েছে আলো এবং ঝাড় লন্ঠনের কারুকার্য।
8/8
কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর মধ্যে অন্যতম পুজো এমএনবি বারোয়ারীর পুজো।
Published at : 21 Nov 2023 04:58 PM (IST)