Jagaddhatri Puja 2023: সাড়ম্বরে জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরে, ১২ কেজি সোনা পরানো হল ঐতিহ্যময়ী বুড়িমাকে
জগদ্ধাত্রী পুজো (Jagaddhatri Puja 2023) উপলক্ষে খুশির আমেজ জেলায় জেলায়। এবার ১২ কেজি সোনার অলঙ্কারে ভূষিত হলেন কৃষ্ণনগর চাষা পাড়ার ঐতিহ্যময়ী বুড়িমা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকাল সন্ধ্যে থেকেই বুড়িমাকে অলঙ্কার পরানো শুরু করেছেন পুজোর কর্মকর্তারা।
আর বুড়িমাকে অলঙ্কারে ভূষিত হতে দেখতেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়ল চাষাপাড়া বারোয়ারি প্রাঙ্গণে।
পুজো কর্মকর্তাদের থেকে জানা গিয়েছে, আনুমানিক ১২ কেজি সোনার অলঙ্কারে ভূষিত করার কথা চলতি বছরে বুড়িমাকে।
কৃষ্ণনগর শক্তিনগর হাই স্কুল প্রাঙ্গনে শক্তিনগর এমএনবি ক্লাবের পরিচালনায় এবছর জগদ্ধাত্রী পুজো উপলক্ষে তাঁরা তৈরি করেছেন চীনের বৌদ্ধ মন্দির।
সম্পূর্ণ প্যান্ডেলটি নির্মাণ করা হয়েছে বোতল চামচ সরঞ্জাম দিয়ে। মন্ডপের ভেতর এবং বাইরে নিখুঁত কারুকার্য দেখতে ইতিমধ্যে ভিড় করেছেন দর্শনার্থীরা।
সম্পূর্ণ মণ্ডপে রয়েছে একাধিক বুদ্ধ মূর্তি। মন্ডপের ভেতরে রয়েছে আলো এবং ঝাড় লন্ঠনের কারুকার্য।
কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর মধ্যে অন্যতম পুজো এমএনবি বারোয়ারীর পুজো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -