Jagaddhatri Pujo: বেলুড় মঠে মহাসমারোহে জগদ্ধাত্রী পুজোর দশমী প্রথা শুরু
Belur Math Jagaddhatri Pujo: আজ জগদ্ধাত্রী পুজোর দশমী, রীতি মেনে সারদা পীঠে শুরু হয়েছে দশমী পুজো
পুজো ঘিরে সাজ সাজ রব মঠে। জগদ্ধাত্রীকে এক বার দর্শন করে দূরদূরান্ত থেকেই ছুটে এসেছে একাধিক দর্শনার্থীরা।
1/8
আজ জগদ্ধাত্রী পুজোর দশমী। রীতি মেনে সকালে বেলুড়ের সারদা পীঠে শুরু হয় দশমী পুজো।
2/8
এরপর দর্পণে বিসর্জন। আজই সন্ধেয় মায়ের ঘাটে প্রতিমা নিরঞ্জন। রীতি ও ঐতিহ্য মেনে গতকাল বেলুড়ের সারদা পীঠে সপ্তমী, অষ্টমী এবং নবমী, তিন তিথির বা ত্রিসন্ধ্যা পুজো হয়।
3/8
জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে ভক্ত সমাগম হয়েছে।
4/8
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে বেলুড়ে পুজো হয়। বুধবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত, নবমী তিথিতে তিন প্রহরে সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো হয় সারদা পীঠে৷
5/8
গতকাল সন্ধেয় মায়ের আমন্ত্রণ ও অধিবাস হয়। সারাদিন চলে পুজো। ১৯৪১ সালে বেলুড়ের সারদা পীঠে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়।
6/8
নিষ্ঠা ভরে মায়ের পুজোর আয়োজন করলেন রামকৃষ্ণ মিশন কতৃপক্ষ৷ সমস্ত রীতি ও আচার বিধি মেনেই সম্পন্ন হয় পুজো।
7/8
পুজো ঘিরে সাজ সাজ রব মঠে। জগদ্ধাত্রীকে এক বার দর্শন করে দূরদূরান্ত থেকেই ছুটে এসেছে একাধিক দর্শনার্থীরা।
8/8
আজ বিদায়ের পালা। সন্ধেবেলায় ঢালের বোলে, আরতি করেই মাকে বিদায়ের পালা।
Published at : 03 Nov 2022 11:52 AM (IST)