Jagaddhatri Pujo: বেলুড় মঠে মহাসমারোহে জগদ্ধাত্রী পুজোর দশমী প্রথা শুরু
আজ জগদ্ধাত্রী পুজোর দশমী। রীতি মেনে সকালে বেলুড়ের সারদা পীঠে শুরু হয় দশমী পুজো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএরপর দর্পণে বিসর্জন। আজই সন্ধেয় মায়ের ঘাটে প্রতিমা নিরঞ্জন। রীতি ও ঐতিহ্য মেনে গতকাল বেলুড়ের সারদা পীঠে সপ্তমী, অষ্টমী এবং নবমী, তিন তিথির বা ত্রিসন্ধ্যা পুজো হয়।
জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে ভক্ত সমাগম হয়েছে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে বেলুড়ে পুজো হয়। বুধবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত, নবমী তিথিতে তিন প্রহরে সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো হয় সারদা পীঠে৷
গতকাল সন্ধেয় মায়ের আমন্ত্রণ ও অধিবাস হয়। সারাদিন চলে পুজো। ১৯৪১ সালে বেলুড়ের সারদা পীঠে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়।
নিষ্ঠা ভরে মায়ের পুজোর আয়োজন করলেন রামকৃষ্ণ মিশন কতৃপক্ষ৷ সমস্ত রীতি ও আচার বিধি মেনেই সম্পন্ন হয় পুজো।
পুজো ঘিরে সাজ সাজ রব মঠে। জগদ্ধাত্রীকে এক বার দর্শন করে দূরদূরান্ত থেকেই ছুটে এসেছে একাধিক দর্শনার্থীরা।
আজ বিদায়ের পালা। সন্ধেবেলায় ঢালের বোলে, আরতি করেই মাকে বিদায়ের পালা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -