Janmashtami 2024: রাতের সন্ধিক্ষণে মহাভিষেক...জন্মাষ্টমীতে কেমন সাজ মায়াপুরের মন্দিরে?

Mayapur ISKCON Temple: জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশ তো বটেই, ভিনদেশ থেকেও বহু ভক্ত এসে উপস্থিত হয়েছেন মায়াপুরের ইসকন মন্দিরে

নিজস্ব চিত্র

1/8
আজ জন্মাষ্টমী। সারা দেশেই পুজোর মাধ্যমে পালিত হচ্ছে ভগবান কৃষ্ণের জন্মদিন। একই ছবি ইসকনেও। ইসকনের প্রধান কেন্দ্র নদিয়ার নবদ্বীপের মায়াপুর।
2/8
অধিবাসের মধ্যে দিয়ে মায়াপুরে সাড়ম্বরে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব।
3/8
সোমবার সকাল থেকেই সাজ সাজ রব মায়াপুরের ইসকন মন্দিরে। অসংখ্য দেশি-বিদেশি ভক্তদের আগমনে মিলন মেলায় পরিণত হয়েছে ইসকন মায়াপুর।
4/8
সোমবার ভোট সাড়ে চারটে থেকে মঙ্গলারতির মাধ্যমে মায়াপুরে শুরু হয়েছে জন্মাষ্টমী উৎসব।
5/8
হরিনাম সংকীর্তন হচ্ছে, বিশ্বশান্তি যজ্ঞ, শ্রীকৃষ্ণের নামকরণ, দামোদর অষ্টকম পাঠ হয়েছে। আরও নানা অনুষ্ঠানের আয়োদন করা হয়েছে।
6/8
সোমবার রাতেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সন্ধিক্ষণে হবে মহাভিষেক অনুষ্ঠান।
7/8
ইসকনের সমস্ত ভক্তরা উপবাসে রয়েছেন। হরিনাম সংকীর্তনের মাধ্যমে সারাদিন কৃষ্ণভজনায় মেতে থাকবেন ভক্তরা।
8/8
মায়াপুর ইসকনের জন্মাষ্টমী উপলক্ষে দেশ-বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে মায়াপুর ইসকনে। তথ্য ও ছবি: প্রদ্য়োত সরকার, নদিয়া
Sponsored Links by Taboola