Jawad Cyclone: ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কায় জেলায় জেলায় মাইকে প্রচার, দিঘা থেকে বকখালিতে শুরু বৃষ্টি

সকাল থেকে দিঘায় শুরু হয়েছে হালকা বৃষ্টি

1/10
সকাল থেকে দিঘায় শুরু হয়েছে হালকা বৃষ্টি। সমুদ্র কিছুটা উত্তাল হলেও জল এখনও গার্ডওয়াল টপকে যায়নি।
2/10
আগেভাগেই পর্যটকদের সমুদ্রে নামায় জারি হয়েছে নিষেধাজ্ঞা।
3/10
নজরদারি চালাচ্ছে প্রশাসন। হুইসল বাজিয়ে সতর্ক করছে পুলিশ।
4/10
বকখালিতেও সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি।
5/10
তার মধ্যেই পর্যটকদের ভিড় চোখে পড়েছে। তাঁদের সরিয়ে দেন পুলিশ কর্মীরা।
6/10
ঘূর্ণিঝড়ের আশঙ্কায় স্পিড বোটে চড়ে সাগরে মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ। নদী ও সমুদ্র উপকূলে চলছে কড়া নজরদারি।
7/10
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকে যুদ্ধকালীন তত্পরতায় শুরু হয়েছে ধান কাটা। বৃষ্টির মধ্যেই মাঠ থেকে ফসল কেটে নিচ্ছেন কৃষকরা। কেউ ধান কাটার যন্ত্র ছাড়াই হাতে কেটে তুলে নিচ্ছেন ফসল।
8/10
ঘূর্ণিঝড় জওয়াদের আসার আগেই মেদিনীপুর পুরসভায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। সম্ভাব্য ক্ষতির আশঙ্কায় এলাকা চিহ্নিত করে মোতায়েন করা হয়েছে এনডিআরএফ টিম।
9/10
ঘূর্ণিঝড় জওয়াদের আশঙ্কায় ক্ষয়ক্ষতি এড়াতে আজ থেকে রবিবার পর্যন্ত হুগলি জেলার সমস্ত ফেরিঘাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
10/10
এর ফলে উত্তর ২৪ পরগনা ও নদিয়ার একাংশের সঙ্গে হুগলির জলপথে যোগাযোগ বন্ধ থাকবে। পাশাপাশি, হুগলির গ্রামীণ এলাকাগুলিতে শুরু হয়েছে মাইকে প্রচার।
Sponsored Links by Taboola