Jawad Update: ঘূর্ণিঝড়ের আশঙ্কা কাটিয়ে স্বাভাবিক ছন্দে দিঘা, বকখালিতে মেঘের ফাঁকে উঁকি সূর্যের
আজ সকালে দিঘার পরিস্থিতি
1/10
বকখালিতে ভোররাত পর্যন্ত বৃষ্টি হলেও, সকালে মেঘের ফাঁকে উঁকি দিচ্ছে সূর্য। আবহাওয়ার উন্নতি হওয়ায় সৈকতে পর্যটকদের ভিড়।
2/10
আকাশ মেঘলা। মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। রাতে কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে জলস্তর বাড়লেও, এখন পরিস্থিতি স্বাভাবিক। এর পাশাপাশি, আগাম সতর্কতা হিসেবে সাগরে নতুন করে আরও কয়েকটি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে।
3/10
ঘূর্ণিঝড়ের আশঙ্কা কাটিয়ে স্বাভাবিক ছন্দে দিঘা। সকাল থেকে আকাশে মেঘ-রোদের লুকোচুরি। এরই মধ্যে প্রশাসনিক নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে সমুদ্রে নামল মাছ ধরার ট্রলার।
4/10
ঘূর্ণিঝড় পরিণত হয়েছে নিম্নচাপে। তার জেরে সুন্দরবনের গোসাবায় সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি। বইছে ঝোড়ো হাওয়া।
5/10
লাগাতার বৃষ্টির জেরে ক্ষতির আশঙ্কায় পশ্চিম মেদিনীপুরের কৃষকরা। ধান কেটেও ঘরে তুলতে পারেননি অনেকে। বৃষ্টির জেরে জমি তৈরি করেও আলু বসাতে না পারায় মাথায় হাত তাঁদের।
6/10
সামান্য বৃষ্টিতেই জল জমে মধ্য কলকাতার মুক্তারামবাবু স্ট্রিটে। এবারও একই ছবি। ম্যানহোল উপচে জল বেরিয়ে আসছে রাস্তায়।
7/10
সকাল থেকে বৃষ্টি। খিদিরপুরের কাছে ডায়মন্ড হারবার রোডে জল জমেছে। জল জমার সমস্যা এড়াতে আলিপুর বডিগার্ড লাইন্সে আগে থেকেই বসানো হয়েছে পাম্প।
8/10
দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের অভিমুখ উত্তর ও উত্তর-পূর্বমুখী হওয়ায় সোমবার বাংলাদেশ লাগোয়া তিন জেলা নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
9/10
হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমঙ্গের অন্য জেলাগুলিতেও।
10/10
কলকাতায় আজ বিকেলের পর থেকে বৃষ্টি কমবে। কাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি।
Published at : 06 Dec 2021 10:13 AM (IST)