Jawad Update: ঘূর্ণিঝড়ের আশঙ্কা কাটিয়ে স্বাভাবিক ছন্দে দিঘা, বকখালিতে মেঘের ফাঁকে উঁকি সূর্যের
বকখালিতে ভোররাত পর্যন্ত বৃষ্টি হলেও, সকালে মেঘের ফাঁকে উঁকি দিচ্ছে সূর্য। আবহাওয়ার উন্নতি হওয়ায় সৈকতে পর্যটকদের ভিড়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআকাশ মেঘলা। মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। রাতে কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে জলস্তর বাড়লেও, এখন পরিস্থিতি স্বাভাবিক। এর পাশাপাশি, আগাম সতর্কতা হিসেবে সাগরে নতুন করে আরও কয়েকটি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে।
ঘূর্ণিঝড়ের আশঙ্কা কাটিয়ে স্বাভাবিক ছন্দে দিঘা। সকাল থেকে আকাশে মেঘ-রোদের লুকোচুরি। এরই মধ্যে প্রশাসনিক নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে সমুদ্রে নামল মাছ ধরার ট্রলার।
ঘূর্ণিঝড় পরিণত হয়েছে নিম্নচাপে। তার জেরে সুন্দরবনের গোসাবায় সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি। বইছে ঝোড়ো হাওয়া।
লাগাতার বৃষ্টির জেরে ক্ষতির আশঙ্কায় পশ্চিম মেদিনীপুরের কৃষকরা। ধান কেটেও ঘরে তুলতে পারেননি অনেকে। বৃষ্টির জেরে জমি তৈরি করেও আলু বসাতে না পারায় মাথায় হাত তাঁদের।
সামান্য বৃষ্টিতেই জল জমে মধ্য কলকাতার মুক্তারামবাবু স্ট্রিটে। এবারও একই ছবি। ম্যানহোল উপচে জল বেরিয়ে আসছে রাস্তায়।
সকাল থেকে বৃষ্টি। খিদিরপুরের কাছে ডায়মন্ড হারবার রোডে জল জমেছে। জল জমার সমস্যা এড়াতে আলিপুর বডিগার্ড লাইন্সে আগে থেকেই বসানো হয়েছে পাম্প।
দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের অভিমুখ উত্তর ও উত্তর-পূর্বমুখী হওয়ায় সোমবার বাংলাদেশ লাগোয়া তিন জেলা নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমঙ্গের অন্য জেলাগুলিতেও।
কলকাতায় আজ বিকেলের পর থেকে বৃষ্টি কমবে। কাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -