Jhargram Durga Puja 2022 : রমণীর কেশরাশিতে টান ! তারপর রাজার স্বপ্নে এলেন দেবী ! গায়ে কাঁটা দেওয়া গল্প এই পুজোকে ঘিরে

Jhargram Sabitri Puja : ৪০০ বছর বয়স পুজোর। ঝাড়গ্রামে পটেই পুজো হয়ে আসছে যুগ যুগ ধরে।

Jhargram Durga Puja 2022 : রমণীর কেশরাশিতে টান ! তারপর রাজার স্বপ্নে এলেন দেবী ! গায়ে কাঁটা দেওয়া গল্প এই পুজোকে ঘিরে

1/10
মাতৃপ্রতিমা বলে কিছু নেই ঝাড়গ্রামের সাবিত্রী মন্দিরের পুজোয়। তবু সেই পুজো ঘিরেই কত উন্মাদনা। দূর দূরান্ত থেকে কত মানুষের যাতায়াত।
2/10
৪০০ বছর বয়স পুজোর। ঝাড়গ্রামে পটেই পুজো হয়ে আসছে যুগ যুগ ধরে।
3/10
এই পুজোয় মিশে লোককথা ও বিশ্বাস। সময়ের প্রলেপে ইদানীং দুর্গাপুজোর অধুনিকীকরণ হলেও, ঝাড়গ্রামের সাবিত্রী মন্দিরের পুজো আজও থমকে রয়েছে অতীতে। 
4/10
এখন যেখানে মন্দির, সেই সময় জঙ্গল ছিল সেখানে। এক যুদ্ধ জয় করে ফিরছিলেন রাজা
5/10
পথে চোখ আটকায় এক রমণীতে। একাকী রমণীকে দেখে এগিয়ে যান রাজা। 
6/10
কিন্তু রাজা যত এগোতে থাকেন, ততই মাটিতে প্রবেশ করতে থাকেন ওই সুন্দরী রমণী।
7/10
ছুটে গিয়ে ওই রমণীর কেশরাশি টেনে ধরেন রাজা। কিন্তু শেষরক্ষা হয়নি। 
8/10
রাজার হাতেই রয়ে যায় ওই রমণীর একগোছা কেশ। তা হাতে নিয়েই বাড়ি ফিরে আসেন রাজা। 
9/10
কিন্তু ওই রাতেই স্বপ্নে দেবীর দেখা পান রাজা। স্বপ্নাদেশ পান, জঙ্গলে পাথরের উপর ওই কেশরাশি রেখে পুজো করার।
10/10
সেই থেকেই সাবিত্রীর পুজো শুরু ঝাড়গ্রামে। পরবর্তী কালে গড়ে ওঠে মন্দির।
Sponsored Links by Taboola