Jhargram Durga Puja 2022 : রমণীর কেশরাশিতে টান ! তারপর রাজার স্বপ্নে এলেন দেবী ! গায়ে কাঁটা দেওয়া গল্প এই পুজোকে ঘিরে
মাতৃপ্রতিমা বলে কিছু নেই ঝাড়গ্রামের সাবিত্রী মন্দিরের পুজোয়। তবু সেই পুজো ঘিরেই কত উন্মাদনা। দূর দূরান্ত থেকে কত মানুষের যাতায়াত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৪০০ বছর বয়স পুজোর। ঝাড়গ্রামে পটেই পুজো হয়ে আসছে যুগ যুগ ধরে।
এই পুজোয় মিশে লোককথা ও বিশ্বাস। সময়ের প্রলেপে ইদানীং দুর্গাপুজোর অধুনিকীকরণ হলেও, ঝাড়গ্রামের সাবিত্রী মন্দিরের পুজো আজও থমকে রয়েছে অতীতে।
এখন যেখানে মন্দির, সেই সময় জঙ্গল ছিল সেখানে। এক যুদ্ধ জয় করে ফিরছিলেন রাজা
পথে চোখ আটকায় এক রমণীতে। একাকী রমণীকে দেখে এগিয়ে যান রাজা।
কিন্তু রাজা যত এগোতে থাকেন, ততই মাটিতে প্রবেশ করতে থাকেন ওই সুন্দরী রমণী।
ছুটে গিয়ে ওই রমণীর কেশরাশি টেনে ধরেন রাজা। কিন্তু শেষরক্ষা হয়নি।
রাজার হাতেই রয়ে যায় ওই রমণীর একগোছা কেশ। তা হাতে নিয়েই বাড়ি ফিরে আসেন রাজা।
কিন্তু ওই রাতেই স্বপ্নে দেবীর দেখা পান রাজা। স্বপ্নাদেশ পান, জঙ্গলে পাথরের উপর ওই কেশরাশি রেখে পুজো করার।
সেই থেকেই সাবিত্রীর পুজো শুরু ঝাড়গ্রামে। পরবর্তী কালে গড়ে ওঠে মন্দির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -