Group D Agitation: পথেই পড়ে রইল চাকরিপ্রার্থীদের 'দাবির' কথা, আন্দোলনকারীদের ভ্যানে তুলল পুলিশ
শনিবার ফের শহরে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভে সামিল হয় চাকরি প্রার্থীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমূলত কালীঘাটের উদ্দেশে রওনা দিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। এদিকে, মেট্রো স্টেশনে নামতেই তাদের আটকে দেয় পুলিশ।
এরপরেই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় বলে শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে।
বিক্ষোভকারীদের টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে দেয় পুলিশ (Police)।
অগাস্টের শুরুতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল সল্টলেকে।
রাজপথে নেমেছিলেন ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। দ্রুত নিয়োগের (Recruitment) দাবিতে সল্টলেকে আচার্য সদনের সামনে সকাল থেকে শুরু হয়েছিল বিক্ষোভ।
গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন চাকরিপ্রার্থীরা। নিরাপত্তা রক্ষীরা আটকে দেন। সেখানেই জামা খুলে গেঞ্জি পরে প্রতিবাদে বসে পড়েছিলেন তাঁরা।
রাজ্যে নিয়োগ দুর্নীতির জেরে ইতিমধ্য়েই একের পর এক বিস্ফোরক তথ্য় তদন্ত সূত্রে উঠে এসেছে।
হাইকোর্টের নির্দেশে অযোগ্যদের চাকরি বাতিলের নির্দেশ এসেছে। নতুন করে নিয়োগের কথাও উঠেছে।
কিন্তু কবে তা প্রতিটা আদৌ ফলপ্রসু হবে, এটাই বড় প্রশ্ন চাকরি প্রার্থীদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -