Junior Doctors Protest: বাড়ছে আন্দোলনের ঝাঁঝ, প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে অবস্থানে জুনিয়র চিকিৎসকরা
ঘটনাটির ৩৩ তম দিনে নবান্নের ডাকে সাড়া দিয়ে বৈঠক করতে গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু, সেই বৈঠক হয়নি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৈঠকের লাইভ স্ট্রিমিং করতে রাজি হয়নি রাজ্য সরকার তাই তাতে যোগ দেননি জুনিয়র চিকিৎসকরা।
বৃহস্পতিবার নবান্ন থেকে ফিরে এসে ফের স্বাস্থ্য ভবনের সামনে ফের অবস্থানে বসেন জুনিয়র চিকিৎসকরা।
শুক্রবার দেখা গেল প্রবল বৃষ্টির মধ্যে ত্রিপল ধরে দাঁড়িয়ে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। কেউ কেউ নিচে বসেও আছেন। তাঁদের শরীর ভিজে গেলেও কমেনি আন্দোলনের ঝাঁঝ।
আরজি কর কাণ্ডের জেরে তাঁরা কর্মবিরতি পালন করলেও অভয়া ক্লিনিক খুলে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবাও দিচ্ছেন।
টানা চারদিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বসে আছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের সঙ্গে রয়েছে প্রচুর সাধারণ মানুষও।
শুক্রবার তাঁরা জানালেন দাবি-দাওয়া আদায়ের জন্য লম্বা লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছেন।
শুক্রবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ একটি অডিও ক্লিপ পোস্ট করে দাবি করেন জুনিয়র চিকিৎসকদের হামলা ষড়যন্ত্র করে তাতে তৃণমূলকে জড়ানোর চেষ্টা চলছে।
তাই তড়িঘড়ি স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চের কাছে অনেক সিসিটিভি লাগানো হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -