Justice Abhijit Gangopadhyay: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে কখন কেন শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর প্রশংসা?
এজলাস এবং এজলাসের বাইরে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিভিন্ন সময় নানা মন্তব্য় শোনা গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একাধিকবার ভূয়সী প্রসংশা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকবার এক বিচারপতি সম্পর্কে বিতর্কিত মন্তব্য় করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সেই আবহে একটি মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন,কিছু রাজনৈতিক নেতা আদালতের নামে উল্টোপাল্টা বলেন। তাঁদের শ্রদ্ধা করি না। এরপরই মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন তিনি।
বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন,, ‘‘সুপ্রিমো এমন কথা বলেন না। তাঁকে দেখেছি, বিচারপতিদের সম্মান করেন।
মুখ্যমন্ত্রী সম্পর্কে তিনি আরও বলেন, তিনি খুবই সহজ সরল মানুষ। দায়িত্বশীল রাজনীতিবিদ।
অতীতে একাধিকবার মমতা বন্দ্য়োপাধ্য়ায় প্রসঙ্গে ইতিবাচক মন্তব্যই করতে দেখা গিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এক বার বলেছিলেন, মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন। আমি কেন খারাপ কথা বলব? আমাকে বলতে বাধ্য করা হচ্ছে।
এবিপি আনন্দ-কে দেওয়া সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, তাঁর সঙ্গে এবার মুখ্যমন্ত্রীর দেখা হয়েছিল। তিনি বলেছিলেন, 'ওনার সঙ্গে দেখা হল। আমি বললাম আমি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। উনি বললেন আপনি ভাল কাজ করছেন, চালিয়ে যান'
এবার রাজনীতিতে নামতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তাঁর ঘনিষ্ঠমহল সূত্রের খবর, বড়সড় অঘটন না ঘটলে, তিনি বিজেপিতেই যোগ দিতে চলেছেন। অর্থাৎ রাজনীতিতে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিপরীত মেরুতে! সম্মুখসমরে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -