Kali Puja 2025 : কালীপুজোয় দক্ষিণেশ্বরে শক্তির আরাধনা, পুজো-অর্চনার পাশাপাশি ঢাকের তালে নাচলেন ভক্তরা
Dakshineswar Puja Celebration : দক্ষিণেশ্বর মন্দিরে রীতিনীতি মেনে পুজো-অর্চনা তো চলছেই। পাশাপাশি ঢাকের তালে নাচলেন ভক্তরা।
Continues below advertisement
কালীপুজোয় দক্ষিণেশ্বরে শক্তির আরাধনা, পুজো-অর্চনার পাশাপাশি ঢাকের তালে নাচলেন ভক্তরা
Continues below advertisement
1/10
কালীপুজোয় দক্ষিণেশ্বরে ভক্তদের ঢল। সমস্ত রীতি নীতি মেনে ভবতারিণীর আরাধনা।
2/10
ভোরে বিশেষ আরতি হয়, তারপর নিত্যপুজো। সকাল থেকে পুজোর ডালি হাতে ভক্তদের লম্বা লাইন।
3/10
এদিকে সকাল থেকেই রোদের তেজ খুব বেশি থাকায়, মন্দির প্রাঙ্গনে অধিকাংশ ভক্তদেরকেই ছাতা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
4/10
দক্ষিণেশ্বর মন্দিরে রীতিনীতি মেনে পুজো-অর্চনা তো চলছেই। পাশাপাশি ঢাকের তালে নাচলেন ভক্তরা।
5/10
আজ কালীপুজো। শক্তির আরাধনা। দিকে দিকে সাড়ম্বরে পূজিতা হবেন মা।
Continues below advertisement
6/10
দেবী বন্দনায় মেতে উঠবে সমগ্র বাংলা। জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য ভক্তরা দেবীর আরাধনা করেন।
7/10
তিনি অসুখ বিনাশিনী। মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি। নরমুণ্ডই দেবীর অলঙ্কার।
8/10
যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা। বলা হয়, পঞ্চাশটি মুণ্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক।
9/10
যে সেনাপতি তাঁর চুল ধরে অপমান করেছিল, তাঁর মুণ্ড দেবী হাতে ধরে থাকেন। মৃত সেনাপতিদের হাতের পাতা দেবী কোমরে ধারণ করেন।
10/10
শাস্ত্রমতে এই করতলও জ্ঞানের প্রতীক। ভুল করে স্বামী মহাদেবের গায়ে পা তুলে ফেলায় লজ্জিতা রণে উন্মত্ত দেবী।
Published at : 20 Oct 2025 06:13 PM (IST)