Kali Puja 2025: মায়ের পুজো উপলক্ষ্য়ে জমজমাট তারাপীঠ থেকে কামাখ্যা, ভক্তি ও শক্তি এখানে মিলেমিশে একাকার
Diwali Kali Puja 2025 : কেউ গর্ভগৃহে ঢোকার সুযোগ পান কেউ পান না, বাইরে থেকে প্রণাম করে ফিরে যান এই বাসনা নিয়ে যে মায়ের কাছে যা অর্পণ করা হল, মা নিশ্চিতভাবে তা পূরণ করবেন।
Continues below advertisement
মায়ের পুজো উপলক্ষ্য়ে জমজমাট তারাপীঠ থেকে কামাখ্যা, ভক্তি ও শক্তি এখানে মিলেমিশে একাকার
Continues below advertisement
1/10
অসমের নীলাচল পর্বতের ওপর প্রাচীন মন্দির। ৫১ সতীপীঠের অন্যতম। একই সঙ্গে, তন্ত্র-মন্ত্রের পীঠস্থান। কামাখ্যা মন্দিরের অসীম মাহাত্ম্য ঘোরে ভক্তদের মুখে মুখে।
2/10
অম্বুবাচীর কয়েকদিন যেমন বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে আসেন, তেমনি বিপুল দর্শনার্থী সমাগম হয় কালীপুজোর সময়ও।
3/10
কেউ এসেছেন মহারাষ্ট্র থেকে, কেউ এসেছেন রাজস্থানের সুদূর গ্রাম থেকে, কেউ এসেছেন পশ্চিমবঙ্গ থেকে। কিন্তু সমস্ত ধর্ম, বর্ণ মিলেমিশে এখানে একাকার হয়ে গেছে কামাখ্যা মন্দিরের এই চত্বরে।
4/10
প্রতিদিন এরকম অসংখ্য ভক্ত আসেন মায়ের দর্শনের জন্য। কেউ গর্ভগৃহে ঢোকার সুযোগ পান কেউ পান না। বাইরে থেকে প্রণাম করে ফিরে যান এই বাসনা নিয়ে যে মায়ের কাছে যা অর্পণ করা হল, মা নিশ্চিতভাবে তা পূরণ করবেন।
5/10
মন্দিরের একাধিক চূড়া।গর্ভগৃহ ছাড়াও রয়েছে মণ্ডপ। গর্ভগৃহটি নির্মিত পঞ্চরথ স্থাপত্যশৈলীতে। ভক্তি ও শক্তি এখানে মিলেমিশে একাকার।এই মন্দিরে পুজো দেওয়ার জন্য কোনও নির্দিষ্ট আচার নেই। যে যেভাবে মায়ের কাছে পৌঁছতে পারেন সে সেইভাবে মা সেইভাবেই তার পুজো গ্রহণ করেন।
Continues below advertisement
6/10
কিন্তু সবচেয়ে বেশি ভিড় হয় অম্মুবাচীর ৩ দিন। তখন ভিতরে ঢোকা যায় না। বাইরে থেকে প্রদক্ষিণ করতে হয়। মায়ের পুজো উপলক্ষ্য়ে জমজমাট তারাপীঠও।
7/10
ভোগঘরে দিনভর ব্যস্ততা। পিতলের থালায় সযত্নে সাজিয়ে রাখা সুগন্ধি বাসন্তী পোলাও। তার ওপর মাছের মাথা। সঙ্গে আরও হরেক রকমের আমিষ-নিরামিষ পদ।
8/10
এই ভোগের ডালা সাজিয়েই নিবেদন করা হয় মা-কে। তারাপীঠের এই ভোগ নিয়েও রয়েছে বহু প্রচলিত কাহিনী, রয়েছে নানান গাথা।
9/10
রাঁধুনি বলেছেন, অমাবস্যা আছে। সেইজন্য বিশেষ তিথি উপলক্ষ্যে ওই একই জিনিস আছে। পোলাও আছে, অন্ন আছে, খিচুড়ি আছে। দুরকম সবজি আছে, ভাজা আছে ৫ রকম, মাছ আছে, চাটনি, পায়েস সমস্ত কিছুই আছে।
10/10
কালীপুজোর দিন গভীর রাত পর্যন্ত তারাপীঠে চলে পুজার্চনা। আর কালীপুজোর পরের দিন কেন সেবায়েত থেকে শুরু করে আশপাশের মানুষ, সকালে অন্ন গ্রহণ করেন না, তা নিয়েও রয়েছে প্রচলিত কাহিনী। তারাপীঠ মন্দির কমিটির প্রেসিডেন্ট তারাময় মুখোপাধ্য়ায় বলেন , কালীপুজোর পরের দিন সকালেও তারাপীঠে আয়োজন করা হয় বিশেষ আরতির।
Published at : 21 Oct 2025 07:56 PM (IST)