Kalimpong Street Festival: লোভনীয় খাবার থেকে আঞ্চলিক গান , পর্যটক টানতে আজ থেকে শুরু কালিম্পং স্ট্রিট ফেস্টিভ্য়াল
আর এবার পর্যটকদের কাছে আরও কাছে টানতে আজ থেকে শুরু হয়েছে কালিম্পঙ স্ট্রিট ফেস্টিভ্যাল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্ট্রিট ফুড কে না খেতে ভালবাসে ! কখনও ভাপা ইলিশ, কখনও আবার পুলি পিঠে, সব কিছুরই আনন্দ নিতে রাজি এরাজ্যের মানুষ।
ঋতু অনুসারে রাজ্যের নানা জায়গায় ইতিমধ্যেই সারাবছর কমবেশি হিট ফুড ফেস্টিভ্যাল।
ডিএম কালিম্পং বালা সুব্রামনিয়াম টি, বিধায়ক রুডেন লেপচার উপস্থিতিতে ৩ দিনের এই কালিম্পং স্ট্রিট ফেস্টিভ্যাল উদ্বোধন হয়েছে।
এই উৎসবের মূল উদ্দেশ্য, কালিম্পঙে পর্যটকদের আরও কাছে টেনে আসা।
এদিন কালিম্পং স্ট্রিট ফেস্টিভ্যালে দেখা গেল হরেক রকম মোমো থেকে শুরু করে জিভে জল আনা শিক কাবাব।
চিকেন রোস্ট থেকে শুরু করে চিজ ভর্তি পিৎজা কি নেই সেখানে।
আগুনে ঝলসে যাচ্ছে রেড মিট। রয়েছে নেট দেওয়া থলিতে কমলালেবুও।
মুখে মিষ্টি হাসি নিয়ে ক্রেতাকে খাবার পরিবেশন করছে কালিম্পঙের স্ট্রিট ফেস্টিভ্যালের বিক্রেতারা।
তবে এখানেই শেষ নয়, আঞ্চলিক গানে নৃত্য পরিবেশন করে মন ভরিয়ে দিয়েছে কচিকাঁচারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -