Kalpataru Diwas 2022: কল্পতরু উৎসবে এবারও ভক্তশূন্য কাশীপুর উদ্যানবাটি , কোথায় কীভাবে দেখবেন পুজো

কল্পতরু উৎসব

1/10
১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ৷ কাশীপুর উদ্যানবাটীতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন- ‘চৈতন্য হোক’৷ এরপর থেকেই প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব হিসেবে৷
2/10
২০২২ এও ভক্তশূন্য থাকবে কাশীপুর উদ্যানবাটি কল্পতরু উৎসব। তবে, বিশেষ পুজা-সহ অন্যান্য অনুষ্ঠান দেখা যাবে অনলাইনে।
3/10
১ থেকে ৩ তারিখ পর্যন্ত উদ্যানবাটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঠের তরফে। তবে অনলাইনে দেখা কল্পতরু উৎসব। বিস্তারিত জানতে চোখ রাখুন www.rkmcudyanbati.org -এ
4/10
বছরের প্রথম দিন পালিত হয় কল্পতরু উৎসব। ২০২১ সালে ১ জানুয়ারিও করোনা আবহে কাশীপুর উদ্যানবাটীতে ঢুকতে পারেননি ভক্তরা।
5/10
সকালে মঙ্গলারতির মাধ্যমে সূচনা হয় কল্পতরু উত্সবের। এরপর বিশেষ যজ্ঞ হয়। সারাদিন ধরে চলে পুজো। ভক্তিগীতি ও রামকৃষ্ণ কথামৃত পাঠ করা হয় এদিন।
6/10
২০২১ -এ কল্পতরু উৎসবের দিন দক্ষিণেশ্বর মন্দিরেও ভক্তদের প্রবেশ নিষেধ ছিল। তবে রীতি মেনে হয় পুজো। বন্ধ ছিল বাগবাজারে মায়ের বাড়িও।
7/10
২০২২-এও ভক্তশূন্যই থাকছে মঠ। তাই মন খারাপ ভক্তবৃন্দের।
8/10
শ্রীমা সারদা দেবীর জন্মতিথি উপলক্ষে আগামী রবিবার ভক্তদের জন্য খোলা থাকবে বেলুড়মঠ।
9/10
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওইদিন সকালে ৮টা থেকে ১১টা এবং দুপুরে সাড়ে ৩টি থেকে বিকেল ৫টা পর্যন্ত মঠে ঢুকতে পারবেন ভক্তরা। তবে মানতে হবে কোভিড বিধি
10/10
বাগবাজারে মায়ের বাড়িতে তথ্যকেন্দ্র তৈরি করল রামকৃষ্ণ মঠ ও মিশন। মায়ের বাড়ি সংলগ্ন উদ্বোধন কার্যালয়ে তৈরি এই হেল্প ডেস্কের নাম রাখা হয়েছে তথ্যসেবা কেন্দ্র। তথ্য - সঞ্চয়ন মিত্র
Sponsored Links by Taboola