Kalpataru Diwas 2022: কল্পতরু উৎসবে এবারও ভক্তশূন্য কাশীপুর উদ্যানবাটি , কোথায় কীভাবে দেখবেন পুজো
১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ৷ কাশীপুর উদ্যানবাটীতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন- ‘চৈতন্য হোক’৷ এরপর থেকেই প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব হিসেবে৷
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০২২ এও ভক্তশূন্য থাকবে কাশীপুর উদ্যানবাটি কল্পতরু উৎসব। তবে, বিশেষ পুজা-সহ অন্যান্য অনুষ্ঠান দেখা যাবে অনলাইনে।
১ থেকে ৩ তারিখ পর্যন্ত উদ্যানবাটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঠের তরফে। তবে অনলাইনে দেখা কল্পতরু উৎসব। বিস্তারিত জানতে চোখ রাখুন www.rkmcudyanbati.org -এ
বছরের প্রথম দিন পালিত হয় কল্পতরু উৎসব। ২০২১ সালে ১ জানুয়ারিও করোনা আবহে কাশীপুর উদ্যানবাটীতে ঢুকতে পারেননি ভক্তরা।
সকালে মঙ্গলারতির মাধ্যমে সূচনা হয় কল্পতরু উত্সবের। এরপর বিশেষ যজ্ঞ হয়। সারাদিন ধরে চলে পুজো। ভক্তিগীতি ও রামকৃষ্ণ কথামৃত পাঠ করা হয় এদিন।
২০২১ -এ কল্পতরু উৎসবের দিন দক্ষিণেশ্বর মন্দিরেও ভক্তদের প্রবেশ নিষেধ ছিল। তবে রীতি মেনে হয় পুজো। বন্ধ ছিল বাগবাজারে মায়ের বাড়িও।
২০২২-এও ভক্তশূন্যই থাকছে মঠ। তাই মন খারাপ ভক্তবৃন্দের।
শ্রীমা সারদা দেবীর জন্মতিথি উপলক্ষে আগামী রবিবার ভক্তদের জন্য খোলা থাকবে বেলুড়মঠ।
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওইদিন সকালে ৮টা থেকে ১১টা এবং দুপুরে সাড়ে ৩টি থেকে বিকেল ৫টা পর্যন্ত মঠে ঢুকতে পারবেন ভক্তরা। তবে মানতে হবে কোভিড বিধি
বাগবাজারে মায়ের বাড়িতে তথ্যকেন্দ্র তৈরি করল রামকৃষ্ণ মঠ ও মিশন। মায়ের বাড়ি সংলগ্ন উদ্বোধন কার্যালয়ে তৈরি এই হেল্প ডেস্কের নাম রাখা হয়েছে তথ্যসেবা কেন্দ্র। তথ্য - সঞ্চয়ন মিত্র
- - - - - - - - - Advertisement - - - - - - - - -