Kalpataru Diwas: কাশীপুর উদ্য়ানবাটিতে কল্পতরু উৎসব, অনলাইনে অনুষ্ঠান সম্প্রচার

কাশিপুর উদ্য়ানবাটিতে কল্পতরু উৎসব

1/10
আজ কল্পতরু উত্সব। করোনা আবহে এবারও কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের ঢোকা নিষেধ।
2/10
আজ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা।
3/10
তবে কাশীপুর উদ্যানবাটির তরফে কল্পতরু উত্সবের সব অনুষ্ঠানই হচ্ছে।
4/10
করোনা আবহে অনলাইনে অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
5/10
১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ৷
6/10
কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন, ‘চৈতন্য হোক’৷
7/10
এরপর থেকেই প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয় কল্পতরু উত্সব।
8/10
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে অতিরিক্ত ভিড় এড়াতে বেলুড় মঠ, কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বরের পর এবার কল্পতরু উত্সবে বন্ধ থাকবে বাগবাজারে মায়ের বাড়ি।
9/10
১ ও ২ জানুয়ারি মায়ের বাড়িতে দর্শন ও প্রণাম বন্ধ থাকবে। ৩ জানুয়ারি থেকে ভক্তরা ফের ঢুকতে পারবেন মায়ের বাড়িতে।
10/10
সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ১১টা ও দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকবে মায়ের বাড়ির দরজা।
Sponsored Links by Taboola