Kalpataru Diwas: কাশীপুর উদ্য়ানবাটিতে কল্পতরু উৎসব, অনলাইনে অনুষ্ঠান সম্প্রচার
আজ কল্পতরু উত্সব। করোনা আবহে এবারও কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের ঢোকা নিষেধ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা।
তবে কাশীপুর উদ্যানবাটির তরফে কল্পতরু উত্সবের সব অনুষ্ঠানই হচ্ছে।
করোনা আবহে অনলাইনে অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ৷
কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন, ‘চৈতন্য হোক’৷
এরপর থেকেই প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয় কল্পতরু উত্সব।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে অতিরিক্ত ভিড় এড়াতে বেলুড় মঠ, কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বরের পর এবার কল্পতরু উত্সবে বন্ধ থাকবে বাগবাজারে মায়ের বাড়ি।
১ ও ২ জানুয়ারি মায়ের বাড়িতে দর্শন ও প্রণাম বন্ধ থাকবে। ৩ জানুয়ারি থেকে ভক্তরা ফের ঢুকতে পারবেন মায়ের বাড়িতে।
সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ১১টা ও দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকবে মায়ের বাড়ির দরজা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -