Kanchanjungha Express Accident : দেশলাই বাক্সের মতো দুমড়ে গেল কামরা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় বহু মৃত্যুর আশঙ্কা?
ঠিক এক বছর আগে , এই জুন মাসেই ওড়িশার বালেশ্বরে রেল দুর্ঘটনা কেড়ে নিয়েছিল শয়ে শয়ে লোকের প্রাণ। ৩টি ট্রেনের ভয়ঙ্কর দুর্ঘটনার জেরে মৃত্যুমিছিল হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর ১ বছর গড়াতে না গড়াতেই দিনের আলোয় আবারও ভয়ঙ্কর এক দুর্ঘটনা। মালগাড়ির ধাক্কায় ছিটকে গেল যাত্রীবাহী রেলগাড়ির কামরা।
মালগাড়ির ধাক্কায় একটার ওপর আরেকটা কামরা উঠে যায়। ভয়াবহ সে দৃশ্য। এর মধ্যে কতজন যাত্রী আটকে রয়েছেন তা এখনই বলা যাচ্ছে না।
দুর্ঘটনা স্থলে রয়েছে খারাপ আবহাওয়ার প্রভাব। তার জেরে উদ্ধার কাজ শুরু হতে কিছুটা দেরি হচ্ছে।
ইতিমধ্যেই স্থানীয় মানুষ জন উদ্ধারকাজে এগিয়ে এসেছেন। সাত সকালে দিনের আলোয় এমন দুর্ঘটনা কীভাবে? কীভাবেই বা একই লাইনে একই সময়ে চলে এল দুটি ট্রেন? অনেকগুলি প্রশ্ন উঠে আসছে।
আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল পৌনে ৯টা নাগাদ দার্জিলিঙের রাঙাপানি স্টেশন পেরোতেই নিজবাড়ি ও চটেরহাট স্টেশনের মাঝে ঘটে এই দুর্ঘটনা।
ফাঁসিদেওয়ার নির্মলজোত এলাকায় ট্রেনের পিছনে মালগাড়ি ধাক্কা মারে। যাত্রী বোঝাই ট্রেনের দুটি কামরা পুরোপুরি উল্টে যায়।
সিগন্যাল-বিভ্রাটে দুর্ঘটনা কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেল-যোগাযোগ ব্যাহত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -