Weather Update : বর্ষা ঢুকতে এখনও ৪-৫ দিন, আজ থেকেই কলকাতায় প্রাক-বর্ষার বৃষ্টি ?
South Bengal Districts Weather Update : চাতক নয়নে বৃষ্টির আশায় দক্ষিণ বঙ্গের জেলাগুলি। আশার কথা একটাই, সোমের সকাল শুরু হয়েছে হালকা ঝোড়ো হাওয়া সঙ্গে নিয়ে।
কলকাতায় প্রাক-বর্ষার বৃষ্টি আজ ?
1/8
উত্তরবঙ্গ যখন নাজেহাল তখন প্রায় চাতকপাখির মতো বৃষ্টির পথ চেয়ে রয়েছে দক্ষিণবঙ্গ। কবে নামবে স্বস্তির বৃষ্টি?
2/8
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
3/8
এরই মধ্যে চাতক নয়নে বৃষ্টির আশায় দক্ষিণ বঙ্গের জেলাগুলি। আশার কথা একটাই, সোমের সকাল শুরু হয়েছে হালকা ঝোড়ো হাওয়া সঙ্গে নিয়ে। গরমের মধ্যেই সামান্য স্বস্তি ও বৃষ্টির আগমন বার্তা বয়ে আনছে হাওয়া।
4/8
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ তারিখে থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। বর্ষা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমবে।
5/8
মঙ্গলবার কলকাতা-সহ আশেপাশের কয়েকটি জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে এখনও ৪-৫ দিন লাগবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
6/8
আজ সন্ধের দিকে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে কলকাতা সহ তার পার্শ্ববর্তী বেশকিছু জেলায়।
7/8
আগামী ৫ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং-সহ পাহাড় ঘেঁষা একের পর এক জেলার বাসিন্দাদারা দিন কাটাচ্ছেন কার্যত জলবন্দি অবস্থায়।
8/8
সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টি়র জেরে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। ক্রমশ বিপজ্জনক রূপ নিচ্ছে তিস্তা-তোর্সা-জলঢাকার মতো নদীগুলি। লাগাতার বৃষ্টিতে ধস নেমে আপাতত বন্ধ রয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। বন্ধ দার্জিলিং-কালিম্পং সংযোগকারী রাস্তাও।
Published at : 17 Jun 2024 09:54 AM (IST)