Karnataka Election Result : কন্নড়ভূমের সেরা জয় কংগ্রেসের, উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়ল বাংলায়, দেখুন ছবি
কর্ণাটকে কুর্সি বদল, ফলাফলে অনেক এগিয়ে কংগ্রেস । গদি হারানোর পথে বিজেপি, কিছুক্ষণের মধ্যে ইস্তফা দেবেন মুখ্যমন্ত্রী বোম্মাইয়া ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসারা দেশ জুড়ে সেলিব্রেশনে মেতেছে কংগ্রেস। আনন্দের আবির কং-দফতরের সামনে। স্থানীয় কর্মীদের মধ্যেও নতুন করে উৎসাহের ছোঁয়া।
এই ছবি দুর্গাপুরের। সবুজ আবিরে স্নান করলেন কর্মীরা। উড়ল হাত-নিশান।
নাচে-গানে-বাজনায় এক্কেবারে উৎসবের মেজাজ। ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় ১৩৭টি আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপি এগিয়ে ৬২টি আসনে।
ঢাকের তালে নাচ কংগ্রেস কর্মী, সমর্থকদের। বিলি করা হল লাড্ডু। কংগ্রেস পার্টি অফিসের বাইরে চলল বাজি ফাটানো।
কর্ণাটকে বিপুল ভোটে জয়ের সম্ভাবনা কংগ্রেসের। আবেগে ভাসলেন ডি কে শিবকুমার। প্রদেশ কংগ্রেস সভাপতির চোখে জল।বললেন, সনিয়াজিকে কথা দিয়েছিলাম, আমরা জিতব। সেই আবেগ ধরা পড়ল কংগ্রেস কর্মীদের মধ্যেও।
কন্নড়ভূমের রাজনৈতিক ইতিহাসে সেরা জয় পেল দ্য গ্র্যান্ড ওল্ড পার্টি। সেই আনন্দের ছোঁয়া বহরমপুরেও।
শুধু তাই নয়, ২০১৮-র তুলনায় এবার কংগ্রেস যতটা ভাল ফল করেছে, নম্বর গেমে ততটাই পিছিয়ে পড়েছে বিজেপি আর জেডিএস। সেই আনন্দের জোয়ার আছড়ে পড়ল বাংলাতেও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -