Kaushiki Amavasya 2023 : আজ কৌশিকী অমাবস্যা, তারাপীঠ থেকে লেক কালীবাড়িতে বিশেষ পুজোর আয়োজন
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠে তারা মায়ের বিশেষ পূজার আয়োজন করা হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভোরবেলা মঙ্গলারতি দিয়ে পুজোর সূচনা হয়। মঙ্গলারতির পর পাঁচরকম ফল, পাঁচরকম মিষ্টি, ক্ষীর দিয়ে দেওয়া হয় শীতল ভোগ।
এদিন মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ। অনেকে আবার এই তিথিকে বলেন কৌশী অমাবস্যা।
যে কোনও শুভ কাজে ব্যবহৃত হয় কুশ। এই দিনে সেই কুশ কাটা হয়। তাই একে কৌশী অমাবস্যাও বলে।
বিশেষ পুজো উপলক্ষ্যে তারাপীঠে ভিড় তন্ত্রসাধকদের। দূরদূরান্ত থেকে এসেছেন ভক্তরাও।
কৌশিকী অমাবস্যা উপলক্ষে সাজ সাজ রব লেক কালীবাড়িতেও।
লেক কালীবাড়িতেও চলছে শক্তির আরাধনা।
প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ভিড় জমিয়েছেন ভক্তরা।
কৌশিকী অমাবস্যা উপলক্ষে করুণাময়ী কালী বাড়িতেও হয়েছে বিশেষ পুজোর আয়োজন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -