Khaibaar Pass 2022: চিকেন-মটন-নলেন গুড়-চকোলেট, রকমারি ফুচকা নিয়ে খাইবার পাসে হাজির 'লা ফুচকা'
খাইবার পাসে হাজির 'লা ফুচকা'
1/10
ফুচকা মানেই বাঙালির জিভে জল। ঝাল ঝাল আলু মাখা, কুড়মুড়ে পাপড়ি আর টলটলে ঠান্ডা টক জল। শুনলেই প্রাণ জুড়িয়ে যায়।
2/10
তবে সেই ফুচকায় নানা ধরনে এক্সপেরিমেন্ট নিয়ে হাজির 'লা ফুচকা'। শহর কলকাতার এই রেস্তোরাঁ ফুচকা নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট করেই চলে।
3/10
'লা ফুচকা' তাদের বাহারি ফুচকা নিয়ে এসেছে এবিপি আনন্দ আয়োজিত 'খাইবার পাস'-এ। তাদের স্টলের সামনে দীর্ঘ লাইনই বলে দেবে ফুচকার প্রতি বাঙালির প্রেম।
4/10
তাদের স্টলে মিলবে নিরামিষ ফুচকা, আমিষ ফুচকা, মকটেল ফুচকা। শেষ পাতে রয়েছে ডেজার্ট ফুচকা আরও কত কী!
5/10
নিরামিষ ফুচকার মধ্যে নজর কাড়তে পারে 'চটপটা কর্ন', 'লন নবাবী' প্রভৃতি। মিলবে 'ফুচকা শটস'।
6/10
অন্যদিকে আমিষ ফুচকার মধ্যে মিলবে 'চিকেন মেয়ো', 'স্পাইসি চিকেন', 'মটন ফুচকা', 'প্রন ফুচকা', 'লোটে মাছ ফুচকা' ইত্যাদি।
7/10
রয়েছে হরেকরকম ডেজার্ট ফুচকাও। যেমন 'নলেন গুড়', 'চকোলেট' ফুচকা ইত্যাদি।
8/10
'লা ফুচকা'র স্টলে মিলবে মকটেল ও মিল্কশেকও। অর্থাৎ শুধু ফুচকাই নয়, রকমারি 'ড্রিঙ্ক' টেস্ট করে চলে আসুন 'খাইবার পাস'এ।
9/10
এবিপি আনন্দ আয়োজিত খাইবার পাসে আজ শেষ দিন। দুপুর ১টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত চলবে খাদ্যোৎসব।
10/10
সারা রাজ্য থেকে একাধিক রকমারি খাবারের রেস্তোরাঁ, মিষ্টির দোকান থেকে আইসক্রিম সংস্থা সকলেই হাজির খাইবার পাসে।
Published at : 06 Mar 2022 02:47 PM (IST)