RG Kar Doctors: কথা রাখতে বন্যা-কবলিত এলাকায় 'অভয়া ক্লিনিক' নিয়ে হাজির কিঞ্জল-অনিকেতরা
প্রতিবাদ জারি রাখার পাশাপাশি বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন আর জি কর সহ অন্যান্য় হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। এবার সেই ক্লিনিকেও উঠল জাস্টিস ফর আরজি কর
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও/ মানুষ বড়ো কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও’.. মানুষের পাশে দাঁড়াতে কুমোরটুলি থেকে যে ক্লিনিকের সূচনা, তাই এবার জেলায় জেলায়।
প্রতিবাদ জারি রাখার পাশাপাশি বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন আর জি কর সহ অন্যান্য় হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা।
এবার সেই ক্লিনিকেও উঠল জাস্টিস ফর আরজি কর স্লোগান। বন্যা কবলিত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কনকপুরে রবিবাসরীয় সকালে খোলা হয় ক্লিনিক।
বন্যা কবলিত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কনকপুরে রবিবাসরীয় সকালে খোলা হয় ক্লিনিক। আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক, নার্স মিলিয়ে ৪০ জনের দল এদিন এলাকায় আসেন। ২টি দলে ভাগ হয়ে ক্যাম্প করা হয় ২ জায়গায়।
আর জি করের জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ বলছেন, ‘ ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন আমাদের চলেছে বা চলছে এখন, সেই আন্দোলনের সময় আমরা দেখেছি, সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন সর্বোতভাবে। এই অবস্থায় আমাদের মনে হয়েছে, বন্যাদুর্গত এলাকা, আপনারা বাইরে গেলেই বুঝতে পারবেন, কতটা জল এখনও জমে আছে। সেই সময় আমাদের মনে হয়েছে, এই মুহূর্তে আমাদের উচিত, ডাক্তার হিসেবে মানুষ হিসেবে মানুষের পাশে এসে দাঁড়ানো। আমরা সেই টুকু কাজই করছি।’
আর জি করের জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ আরও বলছেন, ‘আমরা আমাদের সাধারণ মানুষের মধ্যে এই প্রতিবাদটাকে সঞ্চারিত করার চেষ্টা করছি। কারণ, ন্যায় বিচারের আন্দোলনটা, আমার মনে হয়, এখন সবার।’
মঙ্গলবার কংসাবতী নদীর বাঁধ ভেঙে ভেসে যায় পাঁশকুড়ার গড় পুরুষোত্তমপুর। জল কিছুটা নামলেও এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। রবিবার সেই দুর্গত এলাকায় মেডিক্যাল ক্যাম্প করেন আর জি করের জুনিয়র চিকিৎসকরা।
আর জি করের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলছেন, ‘স্বাস্থ্যভবন থেকে বিক্ষোভ তুলে নেোয়ার পর আমরা যেমন বলেছি, আমরা ইমার্জেন্সি পরষেবাতে ফিরে যাচ্ছি, এবং বন্যাদুর্গত মানুষের পাশে থাকার জন্য আমরা অভয়া ক্লিনিক শুরু করছি। সেই কথা আমরা রেখেছি। আমাদের দাবিদাওয়া কিছু মেনে নেওয়া হলেও সিবিআইয় যে তদন্তের গতিপ্রকৃতি, সেই গতিপ্রকৃতির দিকে নজর রাখছি।’
হাওড়ার উদয়নারায়ণপুরে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন জুনিয়র ডাক্তাররা। রবিবার দুপুরে জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর উদ্যোগে আর জি কর হাসপাতালের ১৫ জন চিকিৎসক উদয়নারায়ণপুরের হরালি গ্রামে স্বাস্থ্য পরিষেবা দেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -