KMC Election 2021 Campaign : অরূপের ধামসা, অনন্যার নাচ, মশারিতে প্রার্থী, পুরভোটের প্রচারে চটকই চটক
হাতে সময় বড্ড কম। স্লগ ওভারে কলকাতা পুরভোটের প্রচারে ঝড় তুলেছে সব পক্ষ। দলীয় প্রার্থীর প্রচারে ধামসা বাজালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পুরবোর্ডের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে মশারিতে চলল কংগ্রেসের প্রচার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুরভোটের প্রচারে নেমে ধামসা বাজালেন মন্ত্রী অরূপ বিশ্বাস
তার তালে নাচলেন ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায়
এদিন পূর্ব যাদবপুর থানা এলাকার শহিদ স্মৃতি কলোনিতে তৃণমূলের বর্ণময় প্রচারে পা মেলান কর্মী, সমর্থকরা।
অনন্যার নাচ ও সঙ্গত নজর কাড়ে এলাকাবাসীর। সঙ্গে ঘড়া মাথায় নিয়ে বর্ণাঢ্য মিছিস করেন রমণীরা।
অরূপ ও অনন্যার প্রচার দেখতে রাস্তায় ছিল উৎসুক জনতার ভিড়। জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী শোনাল অনন্যাকে।
মশারির মধ্যে প্রার্থী। এভাবেই আজ প্রচারে কংগ্রেস প্রার্থী আশিস চট্টোপাধ্যায়।
তিনি ৪৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী, আমহার্স্ট স্ট্রিট এলাকার পরিচিত মুখ।
তাঁর দাবি, ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ ঠেকাতে ব্যর্থ কলকাতা পুরসভা। তাই পুরভোটের আগে এই ইস্যুকেই সামনে রেখে প্রচার করছেন আশিস চট্টোপাধ্যায়।
বাড়ি বাড়ি মশারি বিলিরও দাবি জানিয়েছেন কংগ্রেস প্রার্থী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -