KMC Election Result 2021: প্রথমবার ভোটের ময়দানে লড়াই, নজরকাড়া ফল প্রার্থীদের

ফাইল ছবি

1/10
“এই ওয়ার্ডে জন্মভূমি এবং কর্মভূমি।’’ প্রথম দিন প্রচারে বেরিয়ে বলেছিলেন কাজরী বন্দ্যোপাধ্যায়। সেই "জন্মভূমি এবং কর্মভূমি"-তে জয়ী হলেন মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ।
2/10
কর্পোরেট চাকরি ছেড়ে যোগ দিয়েছিলেন রাজনীতিতে। এবারই প্রথমবার নেমেছিলেন ভোটের ময়দানে। আর যে পরীক্ষায় সফল হলেন সৌরভ বসু। কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডে ৩ হাজার ৮৮৩ ভোটে জিতেছেন সৌরভ বসু।
3/10
পেশায় চিকিৎসক তৃণমূল প্রার্থী কাকলি সেন। ভোটের ময়দানে নেমে সফল তিনি। ২ নম্বর ওয়ার্ডে জিতলেন কাকলি।
4/10
কলকাতা পুরসভার ৯৬ ওয়ার্ডে জয়ী হলেন বসুন্ধরা গোস্বামী। ৫ হাজার ৮৮৭ ভোটে জয়ী হলেন প্রয়াত প্রাক্তন বাম নেতা তথা ৯৬ ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী।
5/10
কলকাতা পুরভোটে ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী করেছিল মনীষা বসুকে। সেই ভরসা রাখলেন তিনি। জয়ী হলেন মনীষা বসু।
6/10
চলতি বছর জানুয়ারি মাসে যোগ দিয়েছিলেন তিনি। ৪৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী প্রাক্তন ক্রিকেট কর্তা বিশ্বরূপ দে। প্রথমবার ভোটের ময়দানে নেমে জয়ী হলেন তিনি।
7/10
১১৯ নম্বর ওয়ার্ডে তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল। প্রথমবার ভোটের ময়দানে নেমেই জয়ের মুকুট। জয়ী হলেন তৃণমূল প্রার্থী কাকলি বাগ
8/10
কলকাতা হাইকোর্টের দুঁদে আইনজীবী। এজলাসে বড় বড় মামলা লড়েছেন। তিনিই এবার জনতার এজলাসে বড়সড় পরীক্ষাতেও পাশ। কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী অয়ন চক্রবর্তী।
9/10
ভোটের ময়দানে পাঁজা পরিবারের তৃতীয় প্রজন্ম, শশী পাঁজার মেয়ে পূজা। ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী করেছিল তাঁকে। জয়ী হলেন তিনি।
10/10
সন্দীপন বিদায়ী পুরবোর্ডে ৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ৫৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী করেছিল তাঁকে। বাবা বিধায়ক স্বর্ণকমল সাহা। এবার ৫৮ নম্বর ওয়ার্ডে জয়লাভ তাঁর।
Sponsored Links by Taboola