আরও এক বিভীষিকার রাত! একের পর এক বাড়িতে ফাটল বউবাজারে
বউবাজারের দুর্গা পিতুরি লেনে ফাটল-আতঙ্ক। এলাকায় পুলিশ ও দমকল। ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের সাময়িকভাবে অন্যত্র সরে যাওয়ার অনুরোধ করছে বউবাজার থানার পুলিশ। মাইকে প্রচারও করা হচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসকালে ফের এলাকায় যান ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। তাঁর প্রশ্ন, এখনই এই অবস্থা হলে মেট্রো চালু হলে কী হবে? হাই পাওয়ার্ড কমিটি গড়ে মেট্রোর কাজের ওপর নজরদারি চালাতে মেয়রকে অনুরোধ জানাবেন বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর।
বউবাজারের দুর্গা পিতুরি লেনে ফের ফাটল-আতঙ্ক। কী কারণে ফাটল উঠছে প্রশ্ন। সূত্রের খবর, টানেল বোরিং মেশিন তোলার পর সুড়ঙ্গের একাংশ কংক্রিট করার কাজ চলছিল।
তার জন্য খোঁড়াখুঁড়ির কাজ চলাকালীন বৃষ্টি হওয়ায় মাটি দুর্বল হয়ে দুর্গা পিতুরি লেনের বাড়িগুলিতে ফাটল ধরে মনে করা হচ্ছে। খবর সূত্রের।
বউবাজারের দুর্গা পিতুরি লেনে পরপর সোনার দোকান। কর্মীরা দোকানেই থাকতেন। তাঁদের দাবি, গতকাল নোটিস পাওয়া মাত্র তড়িঘড়ি করে একবস্ত্রে বেরিয়ে আসতে হয়। সকাল থেকে দোকান খোলা যায়নি। ভিতরে বহুমূল্য গয়না থাকায় রাতভর খোলা আকাশের নীচেই কাটিয়েছেন সোনার দোকানের মালিক থেকে শুরু করে কর্মীরা।
বউবাজারের দুর্গা পিতুরি লেনের বাসিন্দা রত্না মালাকার। তাঁর দাবি, কয়েকদিন ধরেই কাঁপছিল বাড়ি। গতকাল বিকেল থেকে মেঝে, খাট বারবার দুলে ওঠায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।
বউবাজারে ১৯ নম্বর দুর্গা পিতুরি লেনের বাসিন্দা চৌরাসিয়া পরিবার। অসুস্থ আত্মীয় ও বৃদ্ধা মাকে নিয়ে গতকাল রাতে আচমকাই বাড়ি ছাড়তে হয়েছে। তল্পিতল্পা নিয়ে উঠতে হয়েছে উত্তর কলকাতার হোটেলে। মেট্রোর তরফে খাবারের ব্যবস্থাও করা হয়নি বলে অভিযোগ। ক্ষোভে ফুঁসছে চৌরাসিয়া পরিবার।
একাধিক বাড়িতে ফাটল ধরায় বউবাজারের দুর্গা পিতুরি লেনের ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। সকালে এলাকায় যান KMRCL-এর ঠিকাদার সংস্থার আধিকারিকরা। বাড়িগুলির অবস্থা খতিয়ে দেখে ফিরে যান তাঁরা।
বউবাজারের দুর্গা পিতুরি লেনে ফাটল-আতঙ্ক। এলাকায় পুলিশ ও দমকল। ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের সাময়িকভাবে অন্যত্র সরে যাওয়ার অনুরোধ করছে বউবাজার থানার পুলিশ। মাইকে প্রচারও করা হচ্ছে।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন ফের ফাটল দেখা দিল বউবাজারের দুর্গাপিটুরি লেনের একাধিক বাড়িতে। আড়াই বছর আগে এই সব বাড়ির যে যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবার সেই সব জায়গাতেও ফাটল দেখা দিয়েছে!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -