কার্নিসে দাঁড়িয়ে মৃত্যুকে পাশ কাটিয়েছেন কেউ, কেউ বেঁচেছেন ঘরে ঘুমিয়ে, অল্পের জন্য প্রাণরক্ষা যাঁদের

কেউ কার্নিসে দাঁড়িয়ে থেকেছেন ঘণ্টা দুয়েক, কেউ আবার সেই সময়েই হোটেলের বাইরে শপিংয়ে গিয়ে বেঁধে গিয়েছেন।

অল্পের জন্য প্রাণরক্ষা যাঁদের

1/9
বড়বাজারের মেছুয়ার ৬ তলা হোটেলে মৃত্যুকূপ। অগ্নিকাণ্ডের জেরে দুই শিশু, এক মহিলা-সহ ১৪ জনের মৃত্যু হয়েছে। প্রবল ধোঁয়ায় গ্যাস চেম্বারে পরিণত হয়েছে হোটেল।
2/9
দমবন্ধ হয়ে ১৩ জনের মৃত্যু হয়। প্রাণভয়ে পাইপ বেয়ে নামতে গিয়ে মৃত্যু হয় আরও একজনের। বেঘোরে দম আটকে প্রাণ হারিয়েছেন শিশু থেকে বৃদ্ধ।
3/9
কিন্তু তারও মধ্যে বেশ কিছু মানুষের জীবন বেঁচেছে ভাগ্যক্রমে। একেবারে মৃত্যুর মুখোমুখি হয়েও পাশ কাটাতে পেরেছেন তাঁরা। কেউ কার্নিসে দাঁড়িয়ে থেকেছেন ঘণ্টা দুয়েক, কেউ আবার সেই সময়েই হোটেলের বাইরে শপিংয়ে গিয়ে বেঁধে গিয়েছেন।
4/9
একেই বোধহয় বলে, রাখে হরি মারে কে। বড়বাজারের হোটেলে বিধ্বংসী আগুন থেকে আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়ে যআন শ্যাম পাণ্ডে নামে এক ব্যক্তি।
5/9
মুম্বইয়ের বাসিন্দা শ্যাম ৩০১ নম্বর ঘরে ছিলেন। যখন আগুন লাগে, তখন তিনি ঘরে ঘুমোচ্ছিলেন। ৪ ঘণ্টা পর দমকল গিয়ে তাঁকে উদ্ধার করে। আগুনের গ্রাস থেকে কীভাবে বাঁচলেন তা নিজেও বুঝতে পারছেন না শ্যাম।
6/9
উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা বদ্রীনাথ আগরওয়াল। স্ত্রী-মেয়েকে নিয়ে কেনাকাটা করতে বেরিয়েছিলেন। তাই আগুনের হাত থেকে সপরিবারে বেঁচেছেন।
7/9
গুজরাতের সুরাত থেকে কাপড় কিনতে এসেছিলেন বস্ত্র ব্যবসায়ী আমন। স্ত্রী-মেয়েকে নিয়ে দোকানে গেছিলেন কেনাকাটা করতে। দোকানেই খবর পান হোটেলে আগুন লেগেছে। ফিরে এসে দেখেন গোটা হোটেল জ্বলছে।
8/9
ওড়িশার বাসিন্দা নেহা আগরওয়াল। মঙ্গলবার ফিরে যাওয়ার কথা ছিল তাঁদের । পাঁচতলার ঘরের দরজা খুলেই করিডর ভরে গিয়েছে কালো ধোঁয়ায়। অগত্যা ঘরে ঢুকে যান তিনি।
9/9
বুদ্ধি করে শৌচালয়ের জানলার কাচ ভেঙে তিন জন নেমে পড়েন কার্নিসের উপর। সেখানেই নেহারা ঘণ্টা দুয়েক দাঁড়িয়ে থাকেন। পরে তাঁদের উদ্ধার করা হয়।
Sponsored Links by Taboola