Durga Puja Rally: পুজোর আগেই শহরে পুজোর আমেজ, ঢাক-মাদল-শঙ্খধ্বনিতে তিলোত্তমায় উৎসব
দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ কলকাতায় পদযাত্রা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হবে বর্ণাঢ্য পদযাত্রা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুজোর আগেই শহরে ঢাকের তাল উঠল। ঢাকিরাও পদযাত্রাও সামিল হয়েছেন। দুপুর ২টো নাগাদ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে শোভাযাত্রা পৌঁছবে রেড রোডে।
নাচে-গানে মেতে রাজপথ। ঢাকের তালে তালে কোমর দোলালেন মহিলারাও। গিরিশ পার্কে জড়ো হবে ফোরাম ফর দুর্গোত্সবের অধীন পুজোগুলির উদ্যোক্তারা। উত্তর কলকাতার পুজোর উদ্যোক্তারা জড়ো হবেন বিবেকানন্দ রোডে। পোস্তা উড়ালপুলের দিকে জড়ো হবেন দক্ষিণ কলকাতার পুজো কমিটিগুলির প্রতিনিধিরা।
রেড রোডে শুরু হয়ে গিয়েছে উৎসব। থাকছে বাউল গানের আসর। যার মাধ্যমে তুলে ধরা হবে বাংলার লোক সংস্কৃতি।
ঢাকের পাশাপাশি ধামসা-মাদলের সুরও শোনা যাচ্ছে শহরে।
মিছিলে থাকবেন বিশিষ্ট ব্যক্তি, ক্রীড়া ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রীরা থাকবেন ফোরাম ফর দুর্গোত্সবের অধীন পুজো কমিটির উদ্যোক্তারাও। উত্তর, দক্ষিণ, পূর্ব ও হাওড়া, মূলত এই ৪টি জোন থেকে তাঁরা আসবেন।
একাধিক প্ল্যাকার্ড, সাজে সেজে উঠেছেন উদ্যোক্তা থেকে উপস্থিতেরা। সব মিলিয়ে সকাল থেকেই জমজমাট তিলোত্তমা।
UNESCO-র 'ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ' তকমা পেয়েছে বাংলার দুর্গাপুজো। এই প্রেক্ষাপটেই, বৃহস্পতিবার দুর্গাপুজোর ধন্যবাদজ্ঞাপন পদযাত্রার আয়োজন করা হয়েছে রাজ্য জুড়ে।
জেলায় জেলায় ধন্যবাদজ্ঞাপন মিছিলে পা মেলাবে পুজো কমিটিগুলি। দলমত নির্বিশেষে সবাইকে পদযাত্রায় সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুদিয়ালি ক্লাবে সকাল থেকেই চলছে ঢাক-মাদল-ধামসা। গমগম করছে গোটা এলাকা। পুজোর একমাস বাকি থাকতেই শহরজুড়ে এমন আমেজে খুশির হাওয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -