Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Esplanade Metro Station : ২০ টি এসক্যালেটার, বহু লিফট ! সুপার জংশন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের এই সুবিধেগুলি তাক লাগানো !
নতুন রূপে আত্মপ্রকাশ ঘটতে চলেছে সুপার জংশন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের। ইতিমধ্যেই লাইন পাতার কাজ শেষ হয়ে গেছে। বাকি কাজও শেষ হবে দ্রুত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইস্ট-ওয়েস্ট প্রকল্পে বউবাজার-বিপত্তি না কাটলেও, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মেট্রোর পথ প্রস্তুত!! সেই সংযোগস্থল - এসপ্ল্যানেড মেট্রো স্টেশনকে দিয়েছে কলকাতার পিকাডেলি সার্কাসের পরিচিতি।
নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর অবধি মেট্রো পথে গুরুত্বপূর্ণ স্টেশন এসপ্ল্যানেড। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভের মেট্রো এসে জুড়ছে এখানে।
এককথায় সুপার জংশন এসপ্ল্যানেড! সেই মেট্রো স্টেশনের কাজ আপাতত শেষের পথে। মেট্রো সূত্রে যা জানা গেছে, দু’দিকে থাকবে প্রবেশ ও প্রস্থান পথ। একটা কে সি দাসের দিকে। অন্যটা কার্জন পার্কের দিকে।
ইতিমধ্যেই লাইন পাতার কাজ শেষ হয়ে গেছে। বাকি কাজও শেষ হবে দ্রুত। মাটি থেকে ২৭ মিটার নীচে এই স্টেশনের অবস্থান।
কলকাতায় থেকেই যদি লন্ডনের পিকাডেলি সার্কাসের আস্বাদ উপভোগ করা যায়, তাতে আর মন্দ কী! তাই নতুন রূপে এসপ্ল্যানেডকে দেখতে মুখিয়ে আছেন প্রত্যেকে।
হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভের মেট্রো এসে জুড়ছে এখানে। জোকা - ধর্মতলা মেট্রো এসে যুক্ত হচ্ছে এসপ্ল্যানেড স্টেশনেই। শহরের প্রাণকেন্দ্র এসপ্ল্যানেড এখন আরও বেশি নজরে। যাতায়াতের কেন্দ্র হিসেবে আরও গুরুত্বপূর্ণ।
বিশালাকার এই স্টেশনে টিকিট কাউন্টার হচ্ছে ১৬টি। এসক্যালেটার সংখ্যা ২০। এছাড়াও সিঁড়ি থাকছে ১২টি।
৮টি লিফট থাকছে এই মেট্রো স্টেশনে। মোট প্ল্যাটফর্ম সংখ্যা ৩। ১৬টি AFC গেট থাকবে এই স্টেশনে। যাকে বলে হাই-এন্ড ব্যবস্থা।
অনেকেই এখন মেট্রো স্টেশনে প্রকৃতির ডাক এলে সমস্যায় পড়েন। ভরসা করতে হয়, বাইরে বেরনোর পর সুলভ শৌচাগারের উপরেই। তবে এসপ্ল্যানেডে থাকছে শৌচাগারের ব্যবস্থা। যা যাত্রীদের অনেকটা স্বস্তি দেবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -