Ganga Arati: গঙ্গার দুই পাড়ে আলোর খেলা, আজ থেকে বাবুঘাটে শুরু গঙ্গা আরতি
আজ থেকে বাবুঘাটে শুরু হল গঙ্গা আরতি। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতা পুরসভার উদ্য়োগে এই 'আরতি বন্দনা' চলবে বছরভর। গঙ্গা আরতি করেন ১১ জন পুরোহিত। গঙ্গার দুই পাড়ে রয়েছে আলোর খেলার ব্যবস্থা।
নিজের হাতে করলেন আরতি, বাজালেন শাঁখ, বৃহস্পতিবার বাবুঘাটে 'আরতি বন্দনা'-র সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গঙ্গা আরতির জন্য তৈরি হয়েছে মা গঙ্গার অস্থায়ী মন্দির। বসেছে মূর্তি। এদিন এই মন্দিরে প্রথমে পুজো দেন মুখ্যমন্ত্রী।
গঙ্গার ওপর হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপরই 'আরতি বন্দনা'-র উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরতি করার জন্য বসানো হয়েছে অস্থায়ী মঞ্চ। এখান থেকেই এদিন পুরোহিতরা গঙ্গা আরতি করেন।
শীতকালে গঙ্গা আরতি হবে সন্ধে ৬টা থেকে ৭টা এবং গ্রীষ্মকালে সন্ধে ৭ থেকে রাত ৮টা পর্যন্ত।
কলকাতা পুরসভার উদ্য়োগে এই 'আরতি বন্দনা' চলবে বছরভর। সঙ্গে গঙ্গার দুই পাড়ে রয়েছে আলোর খেলা।
বৃহস্পতিবার থেকে প্রতিদিন সন্ধেয় এই গঙ্গা আরতি হলেও, দুর্গাপুজোর বিসর্জনের সময় এই গঙ্গা আরতি বন্ধ থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -