Ganga Arati: গঙ্গার দুই পাড়ে আলোর খেলা, আজ থেকে বাবুঘাটে শুরু গঙ্গা আরতি
Kolkata News: আরতি করার জন্য বসানো হয়েছে অস্থায়ী মঞ্চ। এখান থেকেই এদিন পুরোহিতরা গঙ্গা আরতি করেন।
শুরু গঙ্গা আরতি
1/9
আজ থেকে বাবুঘাটে শুরু হল গঙ্গা আরতি। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
2/9
কলকাতা পুরসভার উদ্য়োগে এই 'আরতি বন্দনা' চলবে বছরভর। গঙ্গা আরতি করেন ১১ জন পুরোহিত। গঙ্গার দুই পাড়ে রয়েছে আলোর খেলার ব্যবস্থা।
3/9
নিজের হাতে করলেন আরতি, বাজালেন শাঁখ, বৃহস্পতিবার বাবুঘাটে 'আরতি বন্দনা'-র সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
4/9
গঙ্গা আরতির জন্য তৈরি হয়েছে মা গঙ্গার অস্থায়ী মন্দির। বসেছে মূর্তি। এদিন এই মন্দিরে প্রথমে পুজো দেন মুখ্যমন্ত্রী।
5/9
গঙ্গার ওপর হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপরই 'আরতি বন্দনা'-র উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
6/9
আরতি করার জন্য বসানো হয়েছে অস্থায়ী মঞ্চ। এখান থেকেই এদিন পুরোহিতরা গঙ্গা আরতি করেন।
7/9
শীতকালে গঙ্গা আরতি হবে সন্ধে ৬টা থেকে ৭টা এবং গ্রীষ্মকালে সন্ধে ৭ থেকে রাত ৮টা পর্যন্ত।
8/9
কলকাতা পুরসভার উদ্য়োগে এই 'আরতি বন্দনা' চলবে বছরভর। সঙ্গে গঙ্গার দুই পাড়ে রয়েছে আলোর খেলা।
9/9
বৃহস্পতিবার থেকে প্রতিদিন সন্ধেয় এই গঙ্গা আরতি হলেও, দুর্গাপুজোর বিসর্জনের সময় এই গঙ্গা আরতি বন্ধ থাকবে।
Published at : 02 Mar 2023 07:44 PM (IST)