Garlic Price Hike: এবার আকাশছোঁয়া রসুনের দাম, পকেটে টান ক্রেতাদের
এবার দাম চড়েছে রসুনের । বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে ক্রেতার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরসুন কিনতে গেলে পকেট ফাঁকা হওয়ার জোগাড়। জোগান কম, তাই রসুনের দাম বেড়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।
আমিষ-প্রিয় বাঙালির রসনায় কোপ। শীত পাততাড়ি গোটাতে শুরু করে দিয়েছে। রম পড়তেও এখনও বেশ খানিকটা দেরি।
এই সময় জমিয়ে মাংস বা মাছের কোনও লোভনীয় পদ খাওয়ার জো নেই।
কিছুদিন আগে পেঁয়াজের দামের ঝাঁঝে চোখ দিয়ে জল পড়ছিল। এরপর আদার দামও আকাশছোঁয়া হয়েছিল।এবার চড়চড়িয়ে বাড়ছে রসুনের দাম।
নতুন বছরের শুরুতে পকেট কাটছে রসুনের দাম। কলকাতায় খুচরো বাজারে এক কিলো রসুনের দাম ৫০০ টাকা।
উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র থেকে এরাজ্যে আমদানি হয় রসুন। কিন্তু কেন দাম বৃদ্ধি?
বিক্রেতারা বলছেন, বাজারে জোগান কম তাই বেশি দামে বিক্রি হচ্ছে। ফলে হেঁশেলে মেপেই চলছে রসুনের ব্যবহার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -