Garlic Price Hike: এবার আকাশছোঁয়া রসুনের দাম, পকেটে টান ক্রেতাদের

Kolkata Garlic Price: নতুন বছরের শুরুতে বাড়ছে রসুনের দাম

ফাইল ছবি

1/8
এবার দাম চড়েছে রসুনের । বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে ক্রেতার।
2/8
রসুন কিনতে গেলে পকেট ফাঁকা হওয়ার জোগাড়। জোগান কম, তাই রসুনের দাম বেড়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।
3/8
আমিষ-প্রিয় বাঙালির রসনায় কোপ। শীত পাততাড়ি গোটাতে শুরু করে দিয়েছে। রম পড়তেও এখনও বেশ খানিকটা দেরি।
4/8
এই সময় জমিয়ে মাংস বা মাছের কোনও লোভনীয় পদ খাওয়ার জো নেই।
5/8
কিছুদিন আগে পেঁয়াজের দামের ঝাঁঝে চোখ দিয়ে জল পড়ছিল। এরপর আদার দামও আকাশছোঁয়া হয়েছিল।এবার চড়চড়িয়ে বাড়ছে রসুনের দাম।
6/8
নতুন বছরের শুরুতে পকেট কাটছে রসুনের দাম। কলকাতায় খুচরো বাজারে এক কিলো রসুনের দাম ৫০০ টাকা।
7/8
উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র থেকে এরাজ্যে আমদানি হয় রসুন। কিন্তু কেন দাম বৃদ্ধি?
8/8
বিক্রেতারা বলছেন, বাজারে জোগান কম তাই বেশি দামে বিক্রি হচ্ছে। ফলে হেঁশেলে মেপেই চলছে রসুনের ব্যবহার।
Sponsored Links by Taboola