Kolkata Metro: কমছে ট্রেন, ছটপুজো উপলক্ষ্যে সময়সূচিতেও বদল ঘোষণা করল মেট্রোরেল কর্তৃপক্ষ

Chhath Puja 2025: সোমবার ব্লু ও গ্রিন লাইনের মেট্রো পরিষেবার বদল হলেও, বাকি লাইনগুলিতে অন্যান্য দিনের মতোই ট্রেন চলাচল করলে।

Continues below advertisement

ছটপুজোয় মেট্রো পরিষেবায় বদল

Continues below advertisement
1/9
দূর্গাপুজো ও কালীপুজো শেষ হলেও এখনও শেষ হয়নি উৎসবের মরশুম। সোমবারই ছটপুজো। এই পুজো উপলক্ষ্যে মেট্রো রেল পরিষেবায় কিছু রদবদলের কথা ঘোষণা করল মেট্রো রেল কর্তৃপক্ষ।
2/9
সাধারণ দিনের তুলনায় সোমবার তুলনামূলক কম ট্রেন চলবে এই দুই লাইনে। সাধারণ দিনে ব্লু লাইনে সর্বসাকুল্যে ২৭২টি ট্রেন আপ ও ডাউন মিলিয়ে চলে। সেখানে কাল ২৩৬টি ট্রেন চলবে। গ্রিন লাইনে ২২৬টির বদলে চলবে ১৮৬টি ট্রেন।
3/9
সোমবার ছটপুজোর দিন স্বাভাবিকের তুলনায় ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত এবং গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবায় বদল হচ্ছে।
4/9
নোয়াপাড়া থেকে সোমবার, ২৭ অক্টোবর সকাল ৬.৫০ মিনিটে শহীদ ক্ষুদিরামের উদ্দেশে প্রথম মেট্রোর চাকা গড়াবে। দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো তার পাঁচ মিনিট পর ৬.৫৫মিনিটে।
5/9
শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সকাল ৬টা ৫৪ মিনিটে। মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে প্রথম মেট্রো ৬টা ৫৫ মিনিটে।
Continues below advertisement
6/9
দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের উদ্দেশে রাত নয়টা ২৮ মিনিটে শেষ মেট্রো ছাড়বে। অপরদিকে, শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো নয়টা ৩৩ মিনিটে। তবে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে তার মিনিট দশেক পর, নয়টা ৪৩ মিনিটে।
7/9
গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সকাল সাড়ে ছয়টায় সেক্টর ফাইভের উদ্দেশে প্রথম মেট্রো চলবে। সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো চলার সূচিতে অবশ্য বদল ঘটেছে। সোমবার সআর পাঁচটি দিনের তুলনায় সাত মিনিট পর, ছয়টা ৩৯ মিনিটে প্রথম মেট্রো চলবে।
8/9
এই লাইনে হাওড়া ময়দান থেকে নয়টা ৪৫ মিনিটে শেষ মেট্রো ছাড়বে। অপরপক্ষ থেকে হাওড়া ময়দানের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত নয়টা ৪৭ মিনিটে।
9/9
সোমবার অবশ্য ইয়লো, অরেঞ্জ এবং পার্পল লাইনে মেট্রো পরিষেবা আর পাঁচদিনের মতো স্বাভাবিকই থাকছে।
Sponsored Links by Taboola