Kolkata Metro: কোথায়, কী ত্রুটি খতিয়ে দেখতে ফের ট্রায়াল রান, কবে শুরু বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা?
নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রোর বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারিত অংশে শনিবার ফের ট্রায়াল রান হল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই অংশে কোথায় এবং কী ত্রুটি রয়েছে তা খতিয়ে দেখতেই ট্রায়াল রান হল। দ্রুত পরিষেবা চালু করা যাবে বলে আশা কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের।
এর আগে ট্র্য়ায়াল রান দেখে বেশ কিছু সমস্য়া ও ত্রুটি-বিচ্য়ুতি তুলে ধরেছিল কমিশনার অফ রেলওয়ে সেফটি।
নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত অংশ মেট্রোর অরেঞ্জ লাইন।এই অংশের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার।
ইতিমধ্য়েই নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার অংশে মেট্রো চলাচল করছে।
রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত ৪.৩৯ কিলোমিটার অংশের মেট্রোর সম্প্রসারণের কাজও শেষ হয়েছে।
সম্প্রসারিত অংশে পরিষেবা চালু করতে ফের উদ্য়োগ শুরু হল।
কলকাতা মেট্রোরেলের মুখ্য় জনসংঘোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “যত ত্রুটি-বিচ্য়ুতি আমাদের চোখে পড়বে সেটা দেখে নেওয়ার জন্য়ই এই ট্রায়াল রানের ব্য়বস্থা করা হচ্ছে।’’
নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত পরিষেবা চালুর পর এখন বেলেঘাটা পর্যন্ত মেট্রো চালুর অপেক্ষায় কলকাতাবাসী।
দ্রুত এই অংশে পরিষেবা চালু করা যাবে বলে এদিনের ট্রায়াল রানের পর আশা করছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -