Kolkata Neurosciences Institute: ৮ তলা থেকে হাত ফসকে নীচে! কী পরিণতি হল রোগীর?
শনিবার, ঘড়ির কাঁটায় তখন প্রায় ১১টা। মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস হাসপাতাল চত্বরে ধুন্ধুমার। কার্নিসে বসে রোগী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাসপাতালের ৮ তলার কার্নিসে এক রোগীকে উবুড় হয়ে বসে থাকতে দেখা যায়। কর্তৃপক্ষের দাবি, রোগীকে আটকানোর চেষ্টা করেন কর্তব্যরত নার্স।
এরপর কখনও কার্নিসের ওপর দাঁড়িয়ে, কখনও বসে, কখনও হাত নেড়ে, হাতের স্যালাইনের চ্যানেল দেখিয়ে, বারবার কিছু বলার চেষ্টা করেন এই রোগী।
এরপর ১১টা ১০ নাগাদ খবর দেওয়া হয় দমকলে। তার প্রায় মিনিট ১৫ পর দমকল বাহিনী হাজির হয়। দমকল এলেও কিন্তু ছোট ল্যাডার বা মইয়ে উদ্ধারকাজে সমস্যা হয়। পাঁচতলার ব্যালকনির ওপর ফোমের বেড পাতা হয়।
দুর্ঘটনা এড়াতে হাসপাতালের নিচে যেসমস্ত এলকায় পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে সেখানে পাতা হয় জাম্পিং কুশন। হাসপাতালের সামনে তখন থিকথিকে ভিড়। বন্ধ করে দেওয়া হয় যানচলাচল।
এর প্রায়, ২০ মিনিট পর, পৌনে বারোটা নাগাদ উদ্ধারকাজে আসে দমকলের স্কাই লিফট। দমকলের দাবি, ল্যাডার সাত তলার কাছাকাছি যেতেই, ঝাঁপ দেওয়ার হুমকি দেন রোগী।
কার্নিসের পাশের জানলা থেকে তাঁকে বোঝানোর বহু চেষ্টা করা হয়। জল-খাবার, ওষুধ দেওয়ারও চেষ্টা করা হয়। কিন্তু কোনও লাভ হয়নি। চেষ্টা করলেও তাঁকে বুঝিয়ে সুঝিয়ে নীচে কিছুতেই নামিয়ে আনা যায়নি।
আত্মীয়দের এনেও বোঝানোর চেষ্টা করা হয়। কখনও ফোনের মাধ্যমে, কখনও আত্মীয়দের ল্যাডারে তুলে, কখনও কার্নিসের পাশের জানলা থেকে বোঝানো হয়। কিন্তু তাতে আরও উত্তেজিত হয়ে পড়েন রোগী। কার্নিসের একেবারে ধারে চলে আসেন।
এরপর দুপুর ১২টা ৪০ নাগাদ কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম নেট নিয়ে আসে। কিন্তু, তা পাতার আগেই, আচমকা উল্টো দিক হয়ে নিচে নামার চেষ্টা করতে থাকেন রোগী।
এইভাবে প্রায় ২ মিনিট কার্নিসে ঝুলে ছিলেন তিনি। পা দিয়ে ওপরে ওঠারও চেষ্টা করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। ১২ টা ৫৬ নাগাদ হাত ফসকে পড়ে যান ওই রোগী।
মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসের ৮ তলার কার্নিস থেকে পড়ে পাঁচ ও ছ’তলার কার্নিশে ধাক্কা খেয়ে পোর্টিকো এলাকায় পড়ে মারাত্মক জখম হলেন।
হাসপাতাল সূত্রে খবর, ঘটনার পর থেকে রোগীর জ্ঞান ফেরেনি। রয়েছেন ভেন্টিলেশন সাপোর্টে। শরীরে একাধিক আঘাত রয়েছে। একাধিক অঙ্গের হাড় ভেঙেছে। রোগীর অবস্থা সঙ্কটজনক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -