Eco Park Solar Dome: বিজ্ঞানে উৎসাহ রাখেন ? ঘুরে আসতে পারেন ইকো পার্কের সোলার ডোম থেকে, চালু হল আজই, দেখুন ছবি

শক্তির ধ্বংস বা বিনাশ নেই। এটি কেবল রূপ পরিবর্তন করতে পারে। মোট শক্তির পরিমাণ ধ্রুবক। একথা সকলেরই জানা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
তবে কথা হচ্ছে গোনা গুনতি উৎসের দিকে শুধু নজর দিলে বাকিরা যে ব্রাত্য হবে ! কারণ প্রকৃতিতে শক্তির উৎস নেহাত খুব কম নয়।

তবে এবার জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে পুনরায় ব্যবহারযোগ্য শক্তি যে বড় জায়গা রাখে, তা বোঝাতেই এবার ইকো পার্কের চালু হল সোলার ডোম।
পুনরায় ব্যবহারযোগ্য শক্তির উপর ভিত্তি করেই ইকো পার্কের এই সোলার ডোম মিউজিয়ামটি তৈরি করা হয়েছে।
প্রবেশ মূল্য ২০০ টাকা। এখানে আপনি রোবটকেও গাইড হিসেবে নিতে পারেন। যদিও তার জন্য খরচ করতে হবে আরও ১০০ টাকা।
জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে যে পুনরায় ব্যবহারযোগ্য শক্তিকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
তার উপরেই বিভিন্ন মডেল ডিসপ্লে খেলা রয়েছে এখানে। ছাত্র ও ছাত্রীরা তো বটেই, বড়রাও এখানে এসে অনেক নতুন কিছু জানতে পারবেন
তবে খালি পেটে বিজ্ঞান বোঝা সম্ভব নয়। সেকথাটি মাথায় রেখেই , এখানে একদম উপরে রয়েছে একটি ক্যাফেটেরিয়াও।
এদিন এটির উদ্বোধন করেন পুরোনগরের উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
মাস পেরোলেই বড়দিন। শীতের আগেই এবার নতুন ঘুরতে যাওয়ার জায়গা কলকাতায়। প্রতিবেদন ও ছবি - অর্ণব মুখোপাধ্যায়
- - - - - - - - - Advertisement - - - - - - - - -