AITC Twitter Account Hacked: তৃণমূলের ট্যুইটার 'হ্যাক', অতীতে হ্যাকের তালিকায় আরও কারা ?

AITC Twitter Account Hacked : সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ, এর আগে আরও কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীরা ?

তৃণমূলের ট্যুইটার 'হ্যাক', এর আগে হ্যাকের তালিকায় আরও কারা ?

1/10
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ উঠল।
2/10
ট্যুইটারে নামের জায়গায় লেখা রয়েছে, ‘যুগ ল্যাবস্’। বদলে গিয়েছে তৃণমূলের ট্যুইটার অ্যাকাউন্টের মূল ছবিটিও।
3/10
লোগোর জায়গায় লেখা রয়েছে 'Y' ।গতকাল রাতে সাইবার হানার পরে তৃণমূলের তরফে ট্যুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়।
4/10
দ্রুত সমাধানের আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও' ব্রায়েন।
5/10
সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরের ট্যুইটার অ্যাকাউন্টও হ্যাকের অভিযোগ আসে।
6/10
হ্যাকাররা একের পর এক ট্যুইট করতে থাকায় বিষয়টি নজরে আসে।
7/10
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরের প্রোফাইলের ছবি পাল্টে কার্টুন ব্যবহার করা হয়। ৪০ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে যোগী আদিত্যনাথের ট্যুইটার হ্যান্ডলের।
8/10
এর কিছুক্ষণের মধ্যেই অবশ্য ওই ট্যুইটার হ্যান্ডল স্বাভাবিক হয়ে যায়।   কারা হ্যাকিংয়ের (Hack) পিছনে রয়েছে, কেন হ্যাক করা হয়েছিল, সেই সব নিয়ে প্রথমে কিছু জানানো হয়নি প্রশাসনের তরফে।
9/10
যদিও  এর আগে প্রধানমন্ত্রী এবং  বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ট্যুইটার অ্যাকাউন্টও হ্যাক হয়েছিল।
10/10
দেশের প্রশাসনের শীর্ষস্তরের নেতা, রাজনৈতিক ব্যক্তিত্বের টুইটার হ্যান্ডেলে হ্যাকারের কোপ নিয়ে বেড়েছে আশঙ্কা।
Sponsored Links by Taboola