AITC Twitter Account Hacked: তৃণমূলের ট্যুইটার 'হ্যাক', অতীতে হ্যাকের তালিকায় আরও কারা ?
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ উঠল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appট্যুইটারে নামের জায়গায় লেখা রয়েছে, ‘যুগ ল্যাবস্’। বদলে গিয়েছে তৃণমূলের ট্যুইটার অ্যাকাউন্টের মূল ছবিটিও।
লোগোর জায়গায় লেখা রয়েছে 'Y' ।গতকাল রাতে সাইবার হানার পরে তৃণমূলের তরফে ট্যুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়।
দ্রুত সমাধানের আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও' ব্রায়েন।
সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরের ট্যুইটার অ্যাকাউন্টও হ্যাকের অভিযোগ আসে।
হ্যাকাররা একের পর এক ট্যুইট করতে থাকায় বিষয়টি নজরে আসে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরের প্রোফাইলের ছবি পাল্টে কার্টুন ব্যবহার করা হয়। ৪০ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে যোগী আদিত্যনাথের ট্যুইটার হ্যান্ডলের।
এর কিছুক্ষণের মধ্যেই অবশ্য ওই ট্যুইটার হ্যান্ডল স্বাভাবিক হয়ে যায়। কারা হ্যাকিংয়ের (Hack) পিছনে রয়েছে, কেন হ্যাক করা হয়েছিল, সেই সব নিয়ে প্রথমে কিছু জানানো হয়নি প্রশাসনের তরফে।
যদিও এর আগে প্রধানমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ট্যুইটার অ্যাকাউন্টও হ্যাক হয়েছিল।
দেশের প্রশাসনের শীর্ষস্তরের নেতা, রাজনৈতিক ব্যক্তিত্বের টুইটার হ্যান্ডেলে হ্যাকারের কোপ নিয়ে বেড়েছে আশঙ্কা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -