Job Seekers Agitation: মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি, 'মহাজোটে' কীসের হুঁশিয়ারি আন্দোলনকারীদের ?

Kolkata Job Seekers Agitation: আজ মহাজোট আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের। শিয়ালদা থেকে শুরু হয়েছে। হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে এদিন সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীর দল।

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি, 'মহাজোটে' কীসের হুঁশিয়ারি আন্দোলনকারীদের ?

1/10
আজ 'মহাজোট' আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের।  মহামিছিলের ডাক দিয়েছে ৯টি মঞ্চ। শিয়ালদা (Sealdah) থেকে শুরু হয়েছে। মিছিল যাবে ওয়াই চ্যানেল পর্যন্ত।
2/10
হকের চাকরি ছিনিয়ে নেব , হুঁশিয়ারি আন্দোলনকারীদের। ঠিক কতটা পরিমাণে দুর্নীতি হয়েছে ?  এই প্রশ্নই উঠে এসেছে আজকের এই মিছিলের সঙ্গে। 
3/10
অন্যদিকে ১৭ দিন অবস্থান বিক্ষোভের পর, শনিবার থেকে আমরণ অনশন শুরু করলেন ২০০৯-এর প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, হাইকোর্টের নির্দেশের ৩৯ দিন পরও সম্পূর্ণ প্যানেল ঘোষণা করেনি প্রাথমিক শিক্ষা সংসদ।
4/10
ইতিমধ্যেই এক আন্দোলনকারী চাকরিপ্রার্থী বলেছেন, 'রাজনীতিতে যদি মহাজোট হতে পারে, তাহলে যারা চাকরি পাচ্ছে না, তাদের কেন মহাজোট হবে না ? দেখিয়ে দেব বঞ্চিতদের কতটা শক্তি। সাদা খাতা দিয়ে কীভাবে চাকরি, টাকার বিনিময়ে?
5/10
উল্লেখ্য, কেউ গান্ধী মূর্তির পাদদেশে, তো কেউ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাশে, যোগ্য প্রার্থী হয়েও স্কুলে চাকরি না মেলার অভিযোগে, মাসের পর মাস ধরে আন্দোলন চালিয়ে আসছেন এঁরা।
6/10
এবার আর আলাদা আলাদা নয়, একজোট হয়ে পথে নামেন চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের ৯টি মঞ্চ।
7/10
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে, সোমবার মহামিছিল নেমেছে তারা। শহর দেখেছে ব্রিগেডের ময়দানে রাজনীতির মহাজোট, আর এবার বঞ্চিত চাকরিপ্রার্থীরা, দীর্ঘদিন ধরে যাঁরা রাস্তায় বসে রয়েছেন, তাঁরাও এবার রাজনীতির মতো মহাজোট বাঁধলেন।
8/10
কলকাতা হাইকোর্টের সম্মতি নিয়ে, সোমবার বেলা সাড়ে ১২টায় শিয়ালদা থেকে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের মহামিছিল শুরু হয়। মিছিল যাবে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত।
9/10
তাতে সামিল  ৬০০ দিনের উপর আন্দোলন চালিয়ে আসা SLST-র চাকরিপ্রার্থীরা। তাঁরা ছাড়াও মিছিলে যোগ দেবেন, ২০১৪-র টেট উত্তীর্ণ, SSC-র গ্রুপ সি, গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীরা-সহ অন্যান্য মঞ্চ। 
10/10
আন্দোলনকারীদের দাবি, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁরা নিয়োগপত্র হাতে পাননি। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ও অবিলম্বে নিয়োগ দাবি জানিয়েছেন তাঁরা।  
Sponsored Links by Taboola