Amit Shah: নবান্নে মমতা ও অমিত শাহ-র একান্ত বৈঠক, কী বলছে বাম-বিজেপি ?
কলকাতায় অমিত শাহ। পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের শেষে এদিন একান্তে নবান্নে অমিত শাহর সঙ্গে একান্ত বৈঠক হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনবান্নের ১৪ তলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মধ্যাহ্নভোজের পরেই ১৪ তলায় মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে পৌঁছে যান অমিত শাহ।
মুরলীধর সেন লেনের পর এবার দিল্লিতে শাহি সাক্ষাতে সুকান্ত-শুভেন্দু । 'মঙ্গলবার দিল্লিতে অমিত শাহের সঙ্গে সুকান্ত-শুভেন্দুর বৈঠক', সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরে বৈঠক, জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
পর্যবেক্ষকদের ধারণা আলোচ্য বিষয়ের মধ্যে থাকতে পারে বাংলায় এজেন্সি অতি সক্রিয়তা। ইদানীং বাংলায় অতি সক্রিয় ইডি সিবিআই। হেফাজতে অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়। ক্রমাগত এজেন্সির তৎপরতা নিয়ে কেন্দ্রকে আক্রমণও করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রর বিরুদ্ধে রাজ্যের অভিযোগ বিভিন্ন প্রকল্পে কেন্দ্র রাজ্যকে টাকা দিচ্ছে না। অর্থনৈতিক ভাবে বাংলাকে পর্যুদস্ত করছে কেন্দ্র। এই নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত চলছেই।
নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহ-র একান্ত বৈঠককে, প্রশাসনিক বৈঠক বলেই উল্লেখ করেছেন কুণাল ঘোষ।
বৈঠকে যোগ দিতে মূল গেটে না গিয়ে নবান্নর (Nabanna) ভিভিআইপি গেটে ঢোকে শাহর কনভয়। অমিত শাহকে স্বাগত জানান মমতা, একসঙ্গে হাঁটতে হাঁটতে পৌঁছন নবান্ন সভাঘরে।
বিভিন্ন সময়ে তৃণমূল নেতাদের আক্রমণের নিশানায় থেকেছেন শাহ। এই পরিস্থিতিতে দুজনের সাক্ষাৎ রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণই মনে করছে রাজনৈতিক মহল।
এক দেশ এক পুলিশ নীতি নিয়েও কথা বয়ে থাকতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। অন্যদিকে কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের আবহে নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক সম্পন্ন হল নবান্নে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -