Partha-Anubrata Arrested: অনুব্রত-কে নিয়ে বিস্ফোরক বাম-বিজেপি, শাসকদলকে পাশে পেলেন না পার্থ
অনুব্রত-কে নিয়ে লকেট বলেন, 'রাইসমিলের মধ্যেও হয়তো কোটি কোটি টাকা পাওয়া যাবে। চালের ভিতরেও হয়তো কোটি কোটি টাকা রেখে দিয়েছেন। যে মাকড়ার জালের মতো সারা বীরভূম জুড়ে টাকার বিস্তার করেছে, আমার মনে হয় মানুষের সামনে সেগুলি আনা উচিত। খুব তাড়াতাড়ি এনার বিচার করা উচিত। লজ্জার কথা মানুষের টাকা এরা লুঠ করেছে।'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাল্টা শান্তনু সেন বলেন, 'আমি তো কিছুদিন আগে অবধিও জানতাম যে, লকেট দিদিমণি এপাং ওপাং ঝপাং করে, লম্ফ দিয়ে ঝম্প মেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় আসার চেষ্টা করছিলেন। কারণ তিনি নিজেও খুব ভাল মতো জানেন, তা না হলে ২০২৪-এ তার তকমা হবে লকেট চট্টোপাধ্যায় , প্রাক্তন সাংসদ। এখন ঘোলা জলে মাছ ধরে তিনি হয়তো এই ধরণের কথা বলে নাম্বার বাড়ানোর চেষ্টা করছেন। '
অনুব্রত-র হাজার হাজার কোটির খতিয়ান শুনিয়েছেন বিজেপি নেতা অনুপম হাজরা। অথচ শোনা যায় শাসকদলের মুখে এই অনুপম নাকি একসময়ে অনুব্রত-র কাছে গিয়েছিলেন। আর সেই মর্মস্থলেই এদিন অনুব্রত-র সঙ্গে অনুপমের ফেলে আসা দিনের কথা মনে করালেন তৃণমূলের হেভিওয়েট কুণাল ঘোষ। অনুপমের কথা তুলে বললেন, একসময় সেই নাকি বলেছিলেন 'কেষ্টকাকুই আমার মুখ্যমন্ত্রী'।
অনুব্রতর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ফোর্ড এন্ডেভারের মালিক প্রবীর মণ্ডল। তিনি বলেন, ‘ঠিকাদারির টেন্ডার পেতে ৪৬ লক্ষ টাকার গাড়ি দিয়েছিলাম অনুব্রতকে।'প্রবীর মণ্ডলের বিস্ফোরক মন্তব্যের পরেই শান্তনু সেন বলেন, 'সরকারি কাজ পাওয়ার জন্য ঘুষ নেওয়া দেওয়া, আইনের চোখে সমান অপরাধ।'
বোলপুরে অনুব্রত-র রাইসমিলে সিবিআই হানার পর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে একের পর এক বিলাসবহুল গাড়ি। তার এফডি-র প্রায় ১৭ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে সিবিআই।
পার্থ গ্রেফতারের পর মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, ‘দুর্নীতিকে সমর্থন করা নেশাও নয় পেশাও নয়, আমি কোনও অন্যায়কে সমর্থন করি না। সত্যি যদি কেউ দোষী প্রমাণিত হয়, যাবজ্জীবন কারাদণ্ড হোক’। অনুব্রত গ্রেফতারের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ? কী করেছিল কেষ্ট ? কেষ্টকে জেলে আটকালে কী হবে ? ওদের এজেন্সির কিছু লোক রয়েছে, তাঁদের টাকা দিয়ে পোষে। মাঝরাতে কেন সিবিআই বাড়িতে ঢুকছে ? কেষ্টর বাড়িতে তাণ্ডব চালিয়েছে সিবিআই।'
কারা ষড়যন্ত্র করেছে ? একাধিকবার পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছেন দিলীপ। অবশেষে এবার আদালতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন পার্থ। তিনি বলেন 'সময় মতো সব প্রমাণ হবে, কেউ ছাড় পাবে না।' দিলীপ ঘোষ বলেন, 'কেউ ছাড় পাবে না, বলছেন তো অনেকদিন পার্থ চট্টোপাধ্যায়। উনি ছাড় পাবেন না এটাতো আমরা নিশ্চিত। উনি একা এই পাপের সঙ্গে যুক্ত নন আমরা জানি। আর যারা যুক্ত তাঁদের নাম বলুন।'
পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের পর টুইটে কবিতা মিলিয়ে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার । তিনি কটাক্ষ করে বলেন, 'বছর বারো ধরে আমি চুরি করিতেছি এই বাংলার বুকে।'
সুজন চক্রবর্তী বলেন, সৌগত রায় কখন কী বলছেন, মানে বুঝতে পারছি না। লুঠের কাজ দুজনের সমান। আসলে এদের মধ্যে ফারাক কী। দুজনের গড মাদার একজনই। অনুপ্রেরণা একজনই। একজনের অনুপ্রেরণায় পার্থবাবু একভঙ্গিতে লাফায়। অনুব্রতবাবু আরেক ভঙ্গিতে লুঠ করে বেড়ায়। সব কিছুর পরেও জেনেবুঝে মুখ্যমন্ত্রী আপনি হাতটা অনুব্রত-র মাথায় দিয়ে রেখেছেন, এদিন বলেন সুজন চক্রবর্তী।
সৌগত রায় বলেন, 'পার্থ-র ক্ষেত্রে ওর বান্ধবীর ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। অনুব্রত-র থেকে সেরকম কোনও টাকা উদ্ধার হয়নি। অনুব্রতর-ও যেটুকু অভিযোগ, সেটা ওর মেয়েকে ঘিরে। কার কী সম্পত্তির হিসেব, সেগুলিতো প্রমাণ-দলিল না দেখে বলা যাবে না।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -