Medical College Protest: ৬ দিন পার, কাটল না মেডিক্যাল জট ! কলকাতা মেডিক্য়াল পড়ুয়াদের অনশন আন্দোলন
কাটল না মেডিক্যাল জট ! ৬ দিনে পার, কলকাতা মেডিক্য়াল কলেজে পড়ুয়াদের অনশন আন্দোলন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনির্বাচনের দাবিতে এদিন, ধর্মতলা পর্যন্ত মিছিল করেন, মেডিক্য়ালের পড়ুয়ারা। এদিন স্বাস্থ্য ভবনে এনিয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও, তা হল না।
মঙ্গলবার, মেডিক্য়াল কলেজ থেকে ধর্মতলার ভিক্টোরিয়া হাউজ পর্যন্ত মিছিল করেন আন্দোলনরত পড়ুয়ারা।
ছাত্র সংসদের নির্বাচন-সহ ৩ দফা দাবিতে, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি শুরু করেন, কলকাতা মেডিক্যাল কলেজের ৫ পড়ুয়া।
এরইমধ্যে ক্রমশ অসুস্থ হয়ে পড়ছেন অনশনরত পড়ুয়ারা। সোমবার, ঋতম মুখোপাধ্যায় নামে অনশনরত এক পড়ুয়াকে ভর্তি করতে হয়, হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকের সিসিইউতে।
সোমবার থেকে নতুন করে অনশন কর্মসূচি শুরু করেছেন আরও ২ পড়ুয়া। প্রসঙ্গত, ২২ ডিসেম্বর ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে, আন্দোলন জারি রেখেছেন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়াদের একাংশ।
শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে যান প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল। তাঁদের সামনেই ওঠে স্লোগান ওঠে, ' শেম শেম, ছাত্র মেরে ছাত্র প্রেম, কলেজ কর্তৃপক্ষ শেম শেম' ।
এমনকী অনশনস্থলের কাছে লাগানো সিসি ক্যামেরা কালো কাপড় দিয়ে ঢেকে দেন আন্দোলনকারীরা।অনিকেত কর নামে এই আন্দোলনকারী পড়ুয়া বলেন, ' আমরা কলেজ কাউন্সিল মানি না। কারণ ছাত্র প্রতিনিধি নেই। আমরা অস্থায়ী স্টুডেন্ট বডি মানি না।
ওই আন্দোলনকারী পড়ুয়া আরও বলেন, ' আমরা নির্বাচন চাই, আমরা আন্দোলন করছি, রোগী পরিজনদেরও সমস্যা হয়, চিকিৎসার সমস্যা আছে, সব কিছু নিয়ে সরব হব। আমাদের প্রাইভেসি থাকবে না, তাই সিসি ক্যামেরা ঢেকে দিয়েছি।'
তবে এসবের মধ্যেও স্বস্তির খবর হল, চিকিৎসা পেতে যে শিশুর বাবা আদালতের দ্বারস্থ হয়েছিলেন, এদিন সেই শিশুর কিডনির অস্ত্রোপচার হয়েছে। তাকে দেখেও আসেন হাসপাতালের কর্তারা। এরপরই, তিন দফা দাবিতে নতুন করে, অনশন কর্মসূচির ডাক দেন পড়ুয়ারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -