Mamata on Republic Day: ৭৪তম প্রজাতন্ত্র দিবস পালন কলকাতায়, রেড রোডে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়
দেশজুড়ে পালিত হচ্ছে ৭৪তম প্রজাতন্ত্র দিবস। কলকাতাতেও ৭৪তম প্রজাতন্ত্র দিবস পালন সাড়ম্বরে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসারা দেশের পাশাপাশি কলকাতায় পালিত হচ্ছে ৭৪তম প্রজাতন্ত্র দিবস। উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রেড রোডে পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন করলেন এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের ট্যাবলো।রাজ্য সরকারের ট্য়াবলোর থিম দুর্গাপুজো।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কলকাতাজুড়ে কড়া নিরাপত্তা। রেড রোডে মোতায়েন রয়েছে প্রায় আড়াই হাজার পুলিশ কর্মী।
এছাড়াও যুব কল্যাণ দফতর ও রাজ্য পুলিশের ট্য়াবলো রয়েছে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সমরাস্ত্র প্রদর্শন সেনাবাহিনীর।
দিল্লিতেও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্যই ৬ হাজার সেনা নামানো হয়েছে।
কর্তব্যপথ মুড়ে ফেলা হয়েছে হাই রেজলিউশনের প্রায় ১৫০ সিসি ক্যামেরায়। এ বারে প্রজাতন্ত্র দিবসে মিশরের সশস্ত্র বাহিনীও ভারতীয় সেনার সঙ্গে কুচকাওয়াজে অংশ নিচ্ছে।
তাতে মিশরের ১৪৪ জন সৈনিক থাকবে, মিশরীয় সেনার ১৪৪টি শাখার প্রতিনিধি হিসেবে। এ বারের প্রজাতন্ত্র দিবস উদযাপন নিয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ হয়েছে।
এ বারের প্রজাতন্ত্র দিবসে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ১৭টি এবং বিভিন্ন মন্ত্রকের ৬টি ট্যাবলো রয়েছে। তাতে নয়া ভারতের আধুনিক রূপকেই তুলে ধরা হচ্ছে, যার মধ্যে থাকছে স্বদেশি ক্ষমতা, সাংস্কৃতিক ঐতিহ্য, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -