Kaustav Arrested: 'কৌস্তভ বাগচীর পাশে আছি', জেল থেকে বেরিয়েই বললেন নৌশাদ
আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর বাড়িতে ভোরবেলায় পৌঁছয় পুলিশ। এরপরেই গ্রেফতার করা হয় তাঁকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকৌস্তভের গ্রেফতারির ইস্যুতে অধীর চৌধুরী বলেন,'সমালোচনা সহ্য করতে পারেন না মুখ্যমন্ত্রী । কৌস্তভের পাশে আছি। তাঁর পরিবারকে রাত ৩টে থেকে ঘিরে রেখেছে পুলিশ। পথে নেমে প্রতিবাদ করবে কংগ্রেস। '
সাগরদিঘির ফলপ্রকাশের (Sagardighi By ELection Result) পরই অধীর চৌধুরীকে আক্রমণ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় । প্রশ্ন তোলেন, প্রদেশ কংগ্রেস সভাপতির মেয়ে ও গাড়িচালকের মৃত্য়ু নিয়ে।
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'এত বড় বড় কথা বলছে। তার মেয়ের আত্মহত্য়া নিয়ে আমি যদি জিজ্ঞেস করি, কিছু বলতে পারবে?
এরপরেই প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অবসরপ্রাপ্ত IAS অফিসার দীপক ঘোষের লেখা বই নিয়ে তৃণমূল নেত্রীকে পাল্টা আক্রমণের কৌশল নেয় কংগ্রেস।
গ্রেফতারির আগে মমতা ইস্যুতে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বলেন, 'রাজনৈতিক দেউলিয়া হয়ে গেছে একটা নির্বাচনে হেরে। তাই এই মন্তব্য। কংগ্রেসও ছেড়ে কথা বলবে না। অধীর চৌধুরী বারণ করেছিলেন এ নিয়ে বলতে। চুপ থাকব না। দল থেকে যদি তাড়িয়েও দেয়, তাও না।'
এদিন আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী গ্রেফতারের পরেই বড়তলা থানার সামনেই বিক্ষোভে নামে কংগ্রেস।
'মুখ্যমন্ত্রী কৌস্তচ বাগচীকে ভয় পেয়েছেন। এটাই আমার রাজনৈতিক জয়। সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেফতার। মুখ্যমন্ত্রীর সঙ্গে এবার কোর্টে ও রাজপথে দেখা হবে'। পুলিশের হাতে গ্রেফতার হয়ে বড়তলা থানায় যাওয়ার পথে এমনই হুঙ্কার ছুড়লেন এদিন কৌস্তভ বাগচী।
কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বলেছিলেন, 'দুটো whatsapp নম্বর দিয়েছি। দীপক ঘোষ মমতাকে নিয়ে যা লিখেছিলেন, তার সফট কপি চাইলেই যে কেউ পাবে। হুমকি ফোন আসছে। কোনও কিছু হলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবে।'
কৌস্তভ বাগচীর পাশে আছি, প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়েই বললেন নৌশাদ সিদ্দিকি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -