DA Agitation: হুঁশিয়ারি সত্ত্বেও কর্মবিরতির সিদ্ধান্তে অনড় রাজ্য সরকারি কর্মীরা
বকেয়া DA-র দাবিতে আজ ও কাল সরকারি অফিসে ৪৮ ঘণ্টা কর্মবিরতির সিদ্ধান্ত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্য সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা।
ধর্না মঞ্চেই আন্দোলনকারীরা একে অন্যকে কর্মবিরতির ব্যাজ পরিয়েছেন।
পশ্চিমবঙ্গ আদালত কর্মচারি সমিতির তরফে এদিন জানানো হয়, তাঁরা হাজিরা খাতায় সই করে আন্দোলনে নেমেছেন।
পাশাপাশি, শহিদ মিনারে তাঁদের ধর্না-অবস্থান ইতিমধ্যেই ২৫ দিন পার।
তবু বকেয়া DA-র দাবিতে আন্দোলন জারি থাকবে বলে রাজ্য সরকারি কর্মীরা জানিয়েছেন।
সংগ্রামী যৌথ মঞ্চ আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, এটা একটি কালা সার্কুলার, সরকার সার্কুলার দিলেও কর্মবিরতিতে অনড় থাকবেন।
রাজ্য সরকার ৩ শতাংশ DA বৃদ্ধির পরও, আন্দোলন-অনশনে অনড় ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা।এরই মধ্যে সেই আগুনে কার্যত ঘি ঢেলেছে, রাজ্য সরকারের সার্কুলার!
৩ শতাংশ DA বৃদ্ধির পরও, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের DA-এর ফারাক রয়েছে ৩২ শতাংশ।
এরই প্রতিবাদে, সোম ও মঙ্গলবার রাজ্য সরকারের দফতরে কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -