DA Agitation: হুঁশিয়ারি সত্ত্বেও কর্মবিরতির সিদ্ধান্তে অনড় রাজ্য সরকারি কর্মীরা
WB Govt Worker DA Agitation: রাজ্য সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও বকেয়া DA-র দাবিতে আজ ও কাল সরকারি অফিসে ৪৮ ঘণ্টা কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা।
হুঁশিয়ারি সত্ত্বেও কর্মবিরতির সিদ্ধান্তে অনড় রাজ্য সরকারি কর্মীরা
1/10
বকেয়া DA-র দাবিতে আজ ও কাল সরকারি অফিসে ৪৮ ঘণ্টা কর্মবিরতির সিদ্ধান্ত।
2/10
রাজ্য সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা।
3/10
ধর্না মঞ্চেই আন্দোলনকারীরা একে অন্যকে কর্মবিরতির ব্যাজ পরিয়েছেন।
4/10
পশ্চিমবঙ্গ আদালত কর্মচারি সমিতির তরফে এদিন জানানো হয়, তাঁরা হাজিরা খাতায় সই করে আন্দোলনে নেমেছেন।
5/10
পাশাপাশি, শহিদ মিনারে তাঁদের ধর্না-অবস্থান ইতিমধ্যেই ২৫ দিন পার।
6/10
তবু বকেয়া DA-র দাবিতে আন্দোলন জারি থাকবে বলে রাজ্য সরকারি কর্মীরা জানিয়েছেন।
7/10
সংগ্রামী যৌথ মঞ্চ আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, এটা একটি কালা সার্কুলার, সরকার সার্কুলার দিলেও কর্মবিরতিতে অনড় থাকবেন।
8/10
রাজ্য সরকার ৩ শতাংশ DA বৃদ্ধির পরও, আন্দোলন-অনশনে অনড় ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা।এরই মধ্যে সেই আগুনে কার্যত ঘি ঢেলেছে, রাজ্য সরকারের সার্কুলার!
9/10
৩ শতাংশ DA বৃদ্ধির পরও, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের DA-এর ফারাক রয়েছে ৩২ শতাংশ।
10/10
এরই প্রতিবাদে, সোম ও মঙ্গলবার রাজ্য সরকারের দফতরে কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চে।
Published at : 20 Feb 2023 12:57 PM (IST)