BJP on Sougata: 'জুতো তৈরি'-র হদিশ দিতে গিয়ে দিলীপ-সুকান্তদের নিশানায় সৌগত
সৌগত ইস্যুতে দিলীপ ঘোষ বলেন, 'উনি নিজে চলতে ফিরতে পারেন না। এই সব কথা ওনার মুখে সাজে কি ? এখন হয়তো দিদিকে খুশি করার জন্য. আগামীবারের টিকিট নেওয়ার জন্য এই সব জোশ দেখাচ্ছেন।এই সব কথা বলে বলে বাংলাকে কোথায় নিয়ে গিয়েছেন কোথায় ওনারা। এই যে দুর্নীতির পাহাড়, এর জন্য কি ওরা দায়ী নয়। সবাই কম বেশি এর মধ্যে যুক্ত আছেন। আর এই যে শব্দগুলি বলছেন, এর জবাব সাধারণ মানুষ দেবে।'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুজন চক্রবর্তী বলেন, ভাবা যায়না, কল্পনা করতে পারিনি সৌগত রায় বলে পরিচিত যে লোকটা, একজন অধ্যাপক, তিনি হাতে হাতে টাকা নেবেন, এটা ভাবতে কষ্ট হয়েছিল। দিন যতো যাচ্ছে, তত কিছু নেতার অসভ্যতা বাড়ছে। ‘তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে', সৌগত-র বক্তব্য তুলে 'এর মানেটা কি' প্রশ্ন করেন তিনি। এরপরেই তিনি বলেন, ওয়ান, টু, থ্রি, ফোর, তৃণমূলের নেতারা চোর।
মূলত অনুব্রত গ্রেফতারির পরেই বিস্ফোরক হতে দেখা যায় সৌগত, কল্যাণ, মদন, কুণালদের। আর পাল্টা খোঁচা দিলেন তারপর সৌমিত্র খাঁ। 'ইডি-সিবিআই-কে তথ্য দিয়েছেন কুণাল ঘোষ', বিস্ফোরক দাবি বিজেপি নেতা সৌমিত্র খাঁ-র । সৌমিত্র খাঁ বলেন,'তৃণমূল কংগ্রেসের শস্যের মধ্যে ভূত রয়েছে। ইডি-সিবিআই-কে তথ্য পৌঁছে দিয়েছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। উনি জেলে থাকাকালীন, যেখানে দেওয়ার দিয়ে দিয়েছেন।আরও অনেকে তৃণমূলে থেকে তথ্য পৌঁছে দিচ্ছেন। পার্থ-র টাকা কোথায় আছে, সেই তথ্যও পৌঁছে যাচ্ছে।'
মূলত বিরোধীদের নিশানা করে কী বলেছিলেন তৃণমূল সাংসদ ? কামারহাটিতে হুমকি দিয়ে সৌগত রায় বলেন,‘তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। তৃণমূলের সব চোর বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে।'
'জুতোপেটা করা উচিত।' ফের সৌগত রায়ের জুতো মন্তব্যে বিস্ফোরক জবাব দিতে গিয়ে, তাঁকে এ ভাষাতেই কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। উনিই তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। দিলীপ ঘোষের মন্তব্যের, প্রতিক্রিয়া দিতে গিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন সৌগত রায়। কে কোথায় যাচ্ছেন, দেখা যাবে।' পাল্টা খোঁচা দিলীপ ঘোষের।
বেহালায় গিয়ে বিজেপিতে যোগ দেওয়া এক নেতার উদ্দেশ্য আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। পাল্টা একটি কবিতা টুইটারে আপলোড করে নাম না করেই আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।শুভেন্দুর শেয়ার করা ওই কবিতার শুরুতেই লেখা, 'চোরে চোরে মাসতুতো ভাই, কেষ্ট দিদি-র প্রিয় তাই।' এখানেই শেষ নয়, কবিতার মাঝামাঝি এসে কটাক্ষ করে শুভেন্দু বলেন, 'আমারও তো লাগে ভয়, কে এবার জেলে যাবে, কে বাইরে রয় ?'
নাম না করে সৌগত রায়কে হুঁশিয়ারি দেন রাজ্য বিজেপির সম্পাদক সুকান্ত মজুমদারও। তিনি বলেন, 'তৃণমূল নেতারা বলছেন বিজেপি কর্মীদের চামড়া দিয়ে জুতো বানাবেন। তাঁদের বলে রাখি, পায়ের মাপ আমরাও নিতে জানি। পায়ের মাপের সঙ্গে হাতের মাপও নেওয়া হবে। বিজেপির ভদ্রতাকে দুর্বলতা ভেবে নেবেন না।’
'চোরের মায়ের বড় গলা', জুতোকাণ্ডের পর সৌগত রায়কে কটাক্ষ রাহুল সিন্হার
'চোর ধরো, জেলে ভরো', দুর্নীতির বিরুদ্ধে সম্প্রতি রাজ্য জুড়ে বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে রাজপথে নামেন দিলীপ-সুকান্তরা। সুকান্ত মজুমদার বলেন, 'রাজ্যের যুব সমাজের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে এবং সকল চোরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝাড়গ্রামে বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলাম।
অসিত, কল্যাণ, সৌগতর পর মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়কের গলাতেও অনুব্রত-বুলি। কামারহাটিতে লাঠি খেলার জন্য তৈরি হোন। নাম না করে বিরোধীদের হুমকি কামারহাটির তৃণমূল বিধায়কের। সৌগত-র পাশে দাঁড়িয়ে মদন মিত্র বলেন, ' আমরা সাধারণ মানুষ যদি আমাদের গায়ে একটা আঘাত পড়ে, অন্তত দুটো পাল্টা প্রত্যাঘাত করার জন্য তৈরি হন। দরকার হলে কামারহাটিতে লাঠি খেলার জন্য তৈরি হন। প্রত্যেকটা মোড়ে মোড়ে লাঠি খেলার আখড়া তৈরি করুন। আমি মদন মিত্র লাঠি সাপ্লাই দেব।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -