Mamata Banerjee: বাড়ির কালীপুজোয় ভোগ রাঁধলেন মমতা
কালীপুজোর মাঝেই আশঙ্কা বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং বলেন, ২৫ অক্টোবার পর্যন্ত বাংলায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই খুব বেশি ঝড় বৃষ্টি হলে বাড়ির বাইরে না বেরোনোই ভাল, বলে জানালেন মুখ্যমন্ত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজের বাড়ির কালীপুজোয় এদিন কাঁসার থালায় করে প্রদীপ জ্বালিয়ে আরতি করলেন।
নিজের বাড়িতে এদিন তিনি শিব ঠাকুরকেও দেখালেন প্রদীপ, আরাধনা করলেন পরম নিষ্ঠায় রাজ্যের মুখ্যমন্ত্রী।
সারা বছর তুমুল ব্যস্ততা৷ গোটা রাজ্যের ভার তাঁর কাঁধে৷ এসবের মাঝেই বাড়ির কালীপুজোয় নিজে দাঁড়িয়ে থেকে পুজোর তদারকি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাঁধলেন ভোগও৷
শুধু এবছরই নয়, প্রতি বছরই দেখা যায়, নিজে হাতে পরম যত্নে তিনি বাড়ির কালীপুজোয় ভোগ রান্না করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।।
বড় লোহার কড়াইয়ে দেখা যাচ্ছে সোনালি রঙের ভোগ, পাশে দাড়িয়ে বাড়ির অন্যান্যরা।
রাজ্যের দায়িত্ব নেওয়ার পাশাপাশি, এদিন তিনি পুজো অন্য ভূমিকায়। বাড়ির পুজোতে বরাবরাই তাঁকে দারুন যত্নের সঙ্গে ভোগ রাঁধতে দেখা যায়। ইতিমধ্যেই এই ছবি প্রকাশ্যে আসতেই খুব খুশি অনুগামীরা।
ছবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে, বাড়ির কালীপুজোয় পুরোহিত মশাইকে উপকরণে সাহায্য করছেন তিনি। ।
মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় এদিন অনেকেই উপস্থিত হয়েছেন। পুজোর মাঝেই একফাঁকে তিনি এদিন ঘূর্ণিঝড় নিয়ে রাজ্যবাসীকে সতর্কতা জারি করে দিলেন।
বাড়ির কালিপুজোয় ভোগ রান্নায় ব্যস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়, তার রান্না দেখার জন্য উৎসুক সারা বাংলা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -