WB Chicken Pox: চিকেন পক্সে ফেব্রুয়ারিতে একের পর এক মৃত্যু রাজ্যে

WB Chicken Pox Death Update: চিকেন পক্সে রাজ্যে একের পর এক মৃত্যু। ফেব্রুয়ারিতেই এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের।

চিকেন পক্সে ফেব্রুয়ারিতে একের পর এক মৃত্যু রাজ্যে

1/10
চিকেন পক্সে রাজ্যে একের পর এক মৃত্যু। ফেব্রুয়ারিতেই এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের।
2/10
চিকেন পক্সে বাড়তে থাকা মৃত্যু দেখে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। 
3/10
নতুন বছরের শুরু থেকেই চিকেন পক্সে মৃত্যু ঘটনা শুরু হয়।পরিসংখ্যান বলছে, ৩ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার বাসিন্দা বছর ৪৭ এর খাতিব আলির মৃত্যু হয় চিকেন পক্সে।
4/10
৭ ফেব্রুয়ারি  উত্তর ২৪ পরগনার প্রশান্ত মণ্ডলের মৃত্যু। তার মৃত্যুকালীন বয়স হয়েছিল ৫৭ বছর।
5/10
৮ ফেব্রুয়ারি  হালতুর বাসিন্দা বছর ৩৭ এর অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। জানা গিয়েছে, নভেম্বর থেকে আজ অবধি ১৫ জনের মৃত্যু হয়েছে চিকেন পক্সে।
6/10
গত বছরের ডিসেম্বর মাসে, বেলেঘাটা আইডিতে মৃত্য়ু হয় ৩ চিকেন পক্স আক্রান্তের। মৃত্য়ু হয় দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা মীরা নস্কর (৫২) নামে এক মহিলার।
7/10
চিকিত্‍সকরা জানাচ্ছেন, ভ্যাকসিন নেওয়া থাকলে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। তবে এই ভাইরাস অত্যন্ত ছোঁয়াছে।
8/10
বয়স্কদের ভ্যাকসিন না নেওয়া থাকলে তাঁদের বাড়তি সতর্ক থাকা পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা। 
9/10
হাসপাতাল সূত্রে খবর, ১৪ জানুয়ারি বীজপুরের বাসিন্দা ভর্তি হন। ১৬ জানুয়ারি তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করতে হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, বুকে সংক্রমণ-সহ একাধিক সমস্যা ছিল তাঁর।
10/10
বেলেঘাটা আইডি হাসপাতালের ভাইস প্রিন্সিপাল অমিতাভ চট্টোপাধ্যায় বলেন, 'যিনি মারা গেছেন তার কথা বলেছে, শ্বাসকষ্ট ছিল, নিউমোনিয়া, বুকে সংক্রমণ। অ্যাকিউট রিসপিরেটরি ডিসট্রেস সিনড্রোম। সব চেষ্টা করা হয়েছে।
Sponsored Links by Taboola