WB Chicken Pox: চিকেন পক্সে ফেব্রুয়ারিতে একের পর এক মৃত্যু রাজ্যে
WB Chicken Pox Death Update: চিকেন পক্সে রাজ্যে একের পর এক মৃত্যু। ফেব্রুয়ারিতেই এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের।
চিকেন পক্সে ফেব্রুয়ারিতে একের পর এক মৃত্যু রাজ্যে
1/10
চিকেন পক্সে রাজ্যে একের পর এক মৃত্যু। ফেব্রুয়ারিতেই এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের।
2/10
চিকেন পক্সে বাড়তে থাকা মৃত্যু দেখে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা।
3/10
নতুন বছরের শুরু থেকেই চিকেন পক্সে মৃত্যু ঘটনা শুরু হয়।পরিসংখ্যান বলছে, ৩ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার বাসিন্দা বছর ৪৭ এর খাতিব আলির মৃত্যু হয় চিকেন পক্সে।
4/10
৭ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার প্রশান্ত মণ্ডলের মৃত্যু। তার মৃত্যুকালীন বয়স হয়েছিল ৫৭ বছর।
5/10
৮ ফেব্রুয়ারি হালতুর বাসিন্দা বছর ৩৭ এর অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। জানা গিয়েছে, নভেম্বর থেকে আজ অবধি ১৫ জনের মৃত্যু হয়েছে চিকেন পক্সে।
6/10
গত বছরের ডিসেম্বর মাসে, বেলেঘাটা আইডিতে মৃত্য়ু হয় ৩ চিকেন পক্স আক্রান্তের। মৃত্য়ু হয় দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা মীরা নস্কর (৫২) নামে এক মহিলার।
7/10
চিকিত্সকরা জানাচ্ছেন, ভ্যাকসিন নেওয়া থাকলে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। তবে এই ভাইরাস অত্যন্ত ছোঁয়াছে।
8/10
বয়স্কদের ভ্যাকসিন না নেওয়া থাকলে তাঁদের বাড়তি সতর্ক থাকা পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা।
9/10
হাসপাতাল সূত্রে খবর, ১৪ জানুয়ারি বীজপুরের বাসিন্দা ভর্তি হন। ১৬ জানুয়ারি তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করতে হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, বুকে সংক্রমণ-সহ একাধিক সমস্যা ছিল তাঁর।
10/10
বেলেঘাটা আইডি হাসপাতালের ভাইস প্রিন্সিপাল অমিতাভ চট্টোপাধ্যায় বলেন, 'যিনি মারা গেছেন তার কথা বলেছে, শ্বাসকষ্ট ছিল, নিউমোনিয়া, বুকে সংক্রমণ। অ্যাকিউট রিসপিরেটরি ডিসট্রেস সিনড্রোম। সব চেষ্টা করা হয়েছে।
Published at : 12 Feb 2023 12:53 AM (IST)