DA Case: বকেয়া DA-র দাবি, আজ সরকারি প্রতিষ্ঠানে কর্মবিরতির ডাক ৩৩টি সংগঠনের যৌথ মঞ্চের
Kolkata News: বকেয়া DA-র দাবিতে চলছে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান শহিদ মিনারে, ইতিমধ্যেই একাধিক অসুস্থ, সরকারি পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা।
বকেয়া DA-র দাবি, আজ সরকারি প্রতিষ্ঠানে কর্মবিরতির ডাক ৩৩টি সংগঠনের যৌথ মঞ্চের
1/10
বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে চলছে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান ।
2/10
আজ সরকারি প্রতিষ্ঠানে কর্মবিরতির ডাক দিয়েছে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ৩৩টি সংগঠনের যৌথ মঞ্চ।
3/10
হাসপাতালের এমার্জেন্সি পরিষেবা ছাড়া, সমস্ত কর্মী, পুরসভা-পঞ্চায়েতের কর্মী, স্কুল-কলেজ, বিশ্ববিদ্য়ালয়ের শিক্ষাকর্মীদের কর্মবিরতিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
4/10
শিক্ষক-শিক্ষিকাদের স্কুল-কলেজ, বিশ্ববিদ্য়ালয়ে না যেতে অনুরোধ করা হয়েছে।
5/10
অন্য় সরকারি কর্মচারীদের সই করে, কাজ না করার আর্জি জানানো হয়েছে। এর জেরে সরকারি পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
6/10
অধিকার বুঝে নিতে পথে। আন্দোলনের কারণ ভিন্ন হলেও দাবি, সকলেই বঞ্চিত। কারও দাবি নিয়োগের। কেউ পথে বসে আছেন বকেয়া DA-র দাবিতে।
7/10
বকেয়া DA এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে সরকারি কর্মীদের সংগঠন, সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে সহমর্মিতা জানাতে আসেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা।
8/10
আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা বলেছেন, 'এখানে যারা আছে সবাই বঞ্চিত। বঞ্চিতদের দল হয় না। সবাই একটাই।' দু'পক্ষেরই দাবি, বঞ্চনাই তাঁদের পথ এক করেছে।
9/10
বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারের সঙ্গে সরকারি কর্মী সংগঠনগুলির টানাপোড়েন চলছে বহু দিন ধরে।
10/10
হাইকোর্ট হয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। নিয়োগের দাবি ঘিরেও তোলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে, যৌথভাবে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছেন তাঁরা।
Published at : 13 Feb 2023 05:25 PM (IST)