Kolkata News: মৃত্যু মিছিল-জল যন্ত্রণায় জর্জরিত কলকাতা, দিনভর ভোগান্তির ভয়াবহ ছবি গোটা শহরজুড়ে
Kolkata Water Logging Situation: তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, দিনভর কোথায় কী ? রইল শহরের অলিগলির ভয়াবহ ছবি
মৃত্যু মিছিল-জল যন্ত্রণায় জর্জরিত কলকাতা, দিনভর ভোগান্তির ভয়াবহ ছবি গোটা শহরজুড়ে
1/10
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফের মৃত্যু, এবার নরেন্দ্রপুরে । নরেন্দ্রপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও একজনের মৃত্যু। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতা-সহ রাজ্যে মৃত বেড়ে ১১
2/10
প্রবল বৃষ্টিতে ব্যাহত বাস পরিষেবা। পথে বেরিয়ে চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। পথেঘাটে বাসের দেখা নেই, চরমে যাত্রী হয়রানি।
3/10
রাস্তায় হাতে গোনা বাস, বাদুড়ঝোলা যাতায়াত। চড়চড়িয়ে বাড়ছে ভাড়া, যাত্রী হয়রানি। হাঁটু জল পেরিয়ে জলমগ্ন সেন্ট্রাল অ্যাভিনিউ, শ্লথ গতিতে চলছে গাড়ি।
4/10
এক রাতের তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। কোথাও ঘরে জল ঢুকে বিপত্তি। আবার পথে বেরিয়েও চরম ভোগান্তি। দুর্বিষহ পরিস্থিতি শহরবাসীর। কলকাতার নাগরিকদের আজ সারাদিন ঘরে থাকার পরামর্শ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
5/10
মেয়রের বক্তব্য, এমন মেঘভাঙা বৃষ্টি তিনি আগে কখনও দেখেননি। পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন সকাল থেকেই পুরসভার কন্ট্রোল রুমে চলে যান মেয়র ফিরহাদ হাকিম। জায়গায় জায়গায় পাম্প বসিয়ে জল বের করার চেষ্টা চালাচ্ছে কলকাতা পুরসভা।
6/10
অন্যতম গুরুত্বপূর্ণ খবর যেটা, জলমগ্ন শহরে অভয়বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী নবান্নে কন্ট্রোলরুম খোলা হয়েছে বলে জানিয়েছেন। এবং ফোন নাম্বারও সোশ্যাল পোস্টে উল্লেখ করেছেন তিনি।
7/10
দুর্যোগে বিপর্যস্ত কলকাতা, নবান্নে খোলা হল কন্ট্রোল রুম। ফোন নম্বর : ৯১ ৩৩ ২২১৪ ৩৫২৬ এবং ৯১ ৩৩ ২২৫৩ ৫১৮৫ । টোল ফ্রি নম্বর : ৯১ ৮৬৯৭৯ ৮১০৭০
8/10
এমন তুমুল একটানা বৃষ্টি সাম্প্রতিক সময়ে দেখেনি শহর কলকাতা ও শহরতলি। ৫ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে। কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, ৫ ঘণ্টার ব্যবধানে কখনও এত পরিমাণ বৃষ্টি নথিবদ্ধ হয়নি।
9/10
সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার কামডহরিতে, ৩৩২ মিলিমিটার। এরপর যোধপুর পার্কে ২৮৫ মিলিমিটার, কালীঘাটে ২৮০ মিলিমিটার, তপসিয়ায় ২৭৫ মিলিমিটার।
10/10
ভোর চারটে থেকে গঙ্গার সব লকগেট খোলা হয়েছে। কিন্তু দুপুর ১২টায় আবার লকগেট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। ফলে ওই সময় ফের ভারী বৃষ্টি হলে জলযন্ত্রণা আরও বাড়বে।
Published at : 23 Sep 2025 10:58 PM (IST)