WB Dengue Update: কালীপুজোর আগে ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি, সবথেকে খারাপ অবস্থা কোন জেলার ?
কালীপুজোর আগে ডেঙ্গি পরিস্থিতি আরও ভয়ঙ্কর। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৮০ জন। চলতি বছরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছুঁইছুঁই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউল্লেখ্য, সবথেকে খারাপ অবস্থা উত্তর ২৪ পরগনার। ওই জেলায় এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬২৭ জন। এরপর রয়েছে হুগলি। সেখানে এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৬৭৬।
কলকাতায় এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫৯৬ জন। তারপর রয়েছে হাওড়া। সেখানে এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৫৭২ জন।
দুর্গা পুজোর সময় ভয়ঙ্কর চেহারা নিয়েছিল ডেঙ্গি।দুর্গা পুজো শেষ কিন্তু ডেঙ্গির আতঙ্কের শেষ কবে? সরকারি, বেসরকারি হাসপাতালে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।
ডেঙ্গি চিকিত্সায় রাজ্যে দুই নোডাল হাসপাতাল, বেলেঘাটা আইডি ও এম আর বাঙুর হাসপাতাল।হাসপাতালের পরিসংখ্যান বলছে, এমআর বাঙুরে ডেঙ্গি ওয়ার্ডে ১১৯টি বেড রয়েছে।
বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গি ওয়ার্ডে রয়েছে ৮০টি বেড। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ডেঙ্গি ওয়ার্ডে ৪৪টি বেড। বেসরকারি হাসপাতালগুলির মধ্যে আমরি হাসপাতাল, উডল্যান্ডস, পিয়ারলেস হাসপাতাল-সহ বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালেও ডেঙ্গি ওয়ার্ডেও আক্রান্তদের ভিড়।
এরই মাঝে উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গির উপসর্গের পরিবর্তন। চিকিত্সকরা জানাচ্ছেন, ইদানিং বহু ডেঙ্গি আক্রান্তের প্লেটলেট বাড়তে শুরু করার পর, হঠাৎ করে আবার প্লেটলেট কমতে শুরু করছে। এমনটা আগে বিশেষ দেখা যায়নি। বিভিন্ন পুর এলাকাতেও বাড়ছে ডেঙ্গির প্রকোপ।
ডেঙ্গি আক্রান্তের নিরিখে ২০১৯-কেও ছাপিয়ে গেল ২০২২। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত ৬ বছরের মধ্যে চলতি বছরে সংক্রমণ সর্বাধিক। উৎসবের মরশুমে ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গি।
রাজ্যে ক্রমেই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। প্রায় প্রতিদিনই কোনও না কোনও জায়গা থেকে আসছে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর খবর। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ২০১৯-এ ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৩১ হাজার ৭৪৩ জন।
এ বছর, এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়েছেন প্রায় ৩৩ হাজারের বেশি মানুষ। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, চলতি বছরে এখনও পর্যন্ত সর্বাধিক সংক্রমণ হয়েছে গত সপ্তাহে। সূত্রের খবর, ইতিমধ্যেই ১০টি জেলার ১২টি ব্লককে স্বাস্থ্য দফতরের তরফে সতর্ক করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -