Abhishek Banerjee: চোখের জলে শেষবিদায় সাধন পাণ্ডেকে, সান্ত্বনার আলিঙ্গনে বাঁধলেন অভিষেক

সাধন পাণ্ডের পরিবারের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়

1/10
নিমতলা মহাশ্মশানে সাধন পাণ্ডের শেষকৃত্য। প্রয়াত মন্ত্রীকে গান স্যালুটে শ্রদ্ধাজ্ঞাপন। আজ সকালে পিস ওয়ার্ল্ড থেকে দেহ নিয়ে প্রথমে যাওয়া হয় কাঁকুড়গাছির বাড়িতে। এরপর গোয়াবাগানের পৈত্রিক বাড়ি ঘুরে বিধানসভায় নিয়ে যাওয়া হয় সাধন পাণ্ডের মরদেহ।
2/10
এ দিন ফেসবুকে কিছু ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'বাংলার রাজনীতির ইতিহাসে অন্যতম উজ্জ্বল নক্ষত্র ছিলেন সাধন পাণ্ডে। যখনই যে কাজের দায়িত্ব তাঁর কাঁধে অর্পিত হয়েছে, তিনি নিষ্ঠার সাথে তা পালন করেছেন। তাঁর দেহাবসান হলেও, আমাদের হৃদয়ে তাঁর চিরস্থায়ী অধিষ্ঠান। আজ নিমতলা মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হল।'
3/10
অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় আরও লিখেছেন, 'তাঁর শোকসন্তপ্ত আত্মীয়-পরিজন ও অনুগামীদের গভীর সমবেদনা জানাই। তাঁর প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা কোনওদিনই পূরণ হওয়ার নয়। তাঁর আদৰ্শ ও উপদেশ আগামীদিনেও আমাদের পথ দেখাবে। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।'
4/10
৯ বারের বিধায়ককে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ও সতীর্থরা। রবিবার রাত সোয়া ১টা নাগাদ মুম্বই থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় সাধন পাণ্ডের দেহ। সঙ্গে ছিলেন স্ত্রী ও মেয়ে।
5/10
উত্তর কলকাতার ২টি কেন্দ্রের ৯ বারের বিধায়ক। সাধন পাণ্ডের মৃত্যুতে রাজনীতিতে শোকের ছায়া। ৯ বারের বিধায়ক। বিরোধীরাও অনেকে স্বীকার করেন, সাধারণ মানুষকে ক্রেতা সুরক্ষা দফতর চেনানোর অসাধ্যসাধন করেছিলেন সাধন পাণ্ডে।
6/10
বিমানবন্দরে দীর্ঘদিনের সতীর্থকে শেষ শ্রদ্ধা জানান সুজিত বসু, অতীন ঘোষ, শশী পাঁজা, তাপস রায়-সহ তৃণমূলের কর্মী, সমর্থকরা। এরপর দেহ নিয়ে যাওয়া হয় পার্ক সার্কাসের পিস ওয়ার্ল্ডে। সেখানে উপস্থিত ছিলেন সোহম চক্রবর্তী ও মিমি চক্রবর্তী।
7/10
গত ২০ ফেব্রুয়ারি রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের প্রয়াণ হয়। বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন। মাসকয়েক ধরে ভর্তি ছিলেন মুম্বইয়ের হাসপাতালে। এদিন সকালে জীবনাবসান। মুম্বই থেকে সেদিনই কলকাতায় আনা হয় মরদেহ।
8/10
১৯৫০ সালের ১৩ নভেম্বর জন্ম সাধন পাণ্ডের। উত্তর কলকাতার ৯ বারের অপরাজিত বিধায়ক। এর মধ্যে ৬ বার কংগ্রেসের হয়ে জিতেছেন বড়তলা বিধানসভা কেন্দ্র থেকে।
9/10
১৯৯৯ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন সাধন পাণ্ডে। ২০১১ থেকে তিনি মানিকতলার বিধায়ক। দীর্ঘদিন ধরে ক্রেতা সুরক্ষা ও স্বনিযুক্তি দফতরের দায়িত্ব সামলেছেন।
10/10
সাধন পাণ্ডের মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, প্রবীণ সতীর্থ, দলের নেতা এবং ক্যাবিনেট মন্ত্রী সাধন পাণ্ডে আজ সকালে মুম্বইতে প্রয়াত হয়েছেন৷ তাঁর সঙ্গে দীর্ঘদিন ধরে অসাধারণ সম্পর্ক ছিল। এই ক্ষতিতে গভীরভাবে শোকাহত৷ তাঁর পরিবার, বন্ধু এবং অনুগামীদের আন্তরিক সমবেদনা।
Sponsored Links by Taboola