Kolkata Weather Update: ফের মেঘলা আকাশ, ভারী বৃষ্টির সম্ভাবনা! আগামীকাল থেকেই বদলে যাবে কলকাতার আবহাওয়া

Kolkata Weather News: কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.০ ডিগ্রি।

ফের মেঘলা আকাশ, ভারী বৃষ্টির সম্ভাবনা! আগামীকাল থেকেই বদলে যাবে কলকাতার আবহাওয়া

1/10
বেশ কয়েকদিনের বৃষ্টি কাটিয়ে, কলকাতায় আজ সকাল থেকেই মোটের ওপর ঝলমলে আকাশ। কোথাও কোথাও সামান্য মেঘলা আকাশ। হাওয়া দিলেও বৃষ্টি সেভাবে হয়নি। কিন্তু আগামীকাল থেকেই বদলে যাবে এই আবহাওয়া? কেমন থাকবে? জেনে নেওয়া যাক
2/10
বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বেশি থাকার কারণে, রোদ উঠলেই অস্বস্তি বাড়বে কলকাতায়। আজ বৃষ্টির তেমন সম্ভবনা না থাকলেও, আগামীকাল থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে।
3/10
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৩ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে ১১.৭ মিলিমিটার।
4/10
ভারী থেকে অতি ভারী বৃষ্টি অরুণাচল উপদেশ রাজস্থান গুজরাট হিমাচল প্রদেশ কঙ্কন ও গোয়া মধ্য মহারাষ্ট্র মধ্যপ্রদেশ উত্তর প্রদেশ উত্তরাখন্ড উড়িষ্যাতে।
5/10
বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইবে বিহার ওড়িশা রাজস্থান মধ্যপ্রদেশ মধ্য মহারাষ্ট্র এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
6/10
বঙ্গোপসাগরের নিম্নচাপ বাংলা থেকে সরে ঝাড়খন্ডের ওপর অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা শ্রী গঙ্গানগর রোহতক কানপুর প্রয়াগ রাজের পর ঝাড়খন্ড ছত্রিশগড় সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে দীঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকা থেকে রাজস্থান পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা। এটি উত্তর প্রদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। আসামের উপর বিস্তৃত ঘূর্ণাবর্ত এই মুহূর্তে পূর্ব বাংলাদেশের উপরে অবস্থান করছে।
7/10
দক্ষিণবঙ্গে আজ বুধবার কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির পরিমাণ কমবে। রোদ উঠবে, বাড়বে অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি। বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে অধিকাংশ জায়গাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো বাতাস।
8/10
বৃহস্পতিবার ফের মেঘলা আকাশের সম্ভাবনা বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা তে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি।
9/10
শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে, নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। বাকি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া।
10/10
শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আট জেলাতে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে।
Sponsored Links by Taboola