Kolkata Rain Update: দিনভর ধারাপাত, হাঁটুজলের নীচে শহর-শহরতলি, আকাশে ঘোর ঘনঘটা, দেখুন ছবি

Kolkata Rain Update: দিনভর ধারাপাত, হাঁটুজলের নীচে শহর-শহরতলি, আকাশে ঘোর ঘনঘটা, দেখুন ছবি

1/10
টানা বর্ষণে যশোর রোড যেন নদী
2/10
কোথাও হাঁটুজল, কোথাও জলের নীচে ডুবছে পায়ের পাতা।
3/10
হাঁটুজল মুক্তারামবাবু স্ট্রিটে
4/10
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
5/10
তবে আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি হবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
6/10
সপ্তাহের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে বাংলা ও ওড়িশার উপকূল এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
7/10
সল্টলেক সেক্টর ফাইভের জলের প্রবল স্রোত।
8/10
প্রবল বৃষ্টিতে দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস। পর্যটকের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। মত্স্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
9/10
হুগলির বেশ কিছু অঞ্চলও জলের তলায়।
10/10
জল জমার জেরে শহরের অনেক জা.গায় যানজটের আশঙ্কা।
Sponsored Links by Taboola