Independence Day 2022: রেড রোডে স্বাধীনতা দিবস পালন, মঞ্চ থেকে নেমে আদিবাসী নাচের তালে পা মেলান মুখ্যমন্ত্রী
শহর জুড়ে সাড়ম্বরে পালিত ৭৬ তম স্বাধীনতা দিবস৷ রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপনে সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরেড রোডে লোকশিল্পীদের অনুষ্ঠান চলাকালীন মঞ্চ থেকে নেমে এসে আদিবাসী নাচের তালে পা মেলান মুখ্যমন্ত্রী।
৭৬-তম স্বাধীনতা দিবস। ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই দেশজুড়ে সাড়ম্বরে পালিত হল এই দিন।
বছর পর সাধারণ দর্শকের উপস্থিতিতে রেড রোডে ৭৬ তম স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান।
পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপনের পর রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লোকশিল্পীদের অনুষ্ঠান চলাকালীন মঞ্চ থেকে নেমে এসে আদিবাসী নাচের তালে পা মেলান মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুকে পেজে শেয়ার করা হয় রেড রোডে স্বাধীনতা দিবস পালনের ছবি। এ দিন তিনি লেখেন, আমি আমাদের সমস্ত বীর পূর্বপুরুষ এবং মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের জন্য স্যালুট জানাই। তাঁদের কাছে আমাদের স্বাধীনতা ঋণী। আমরা এক জাতি হিসাবে অগ্রগতির সঙ্গে আমাদের সর্বদা মনে রাখতে হবে, তাঁরা এমন একটি ভারত তৈরির কথা ভেবেছিলেন যে ভারত, নিপীড়ন, ঘৃণা এবং বিভাজনকারী শক্তির শৃঙ্খল থেকে মুক্ত। সর্বদা শান্তি ও সমৃদ্ধি বিরাজ করুক।
পাশাপাশি তিনি আরও লেখেন, আমি আজকের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তিকে ধন্যবাদ জানাই, খারাপ আবহাওয়া সত্ত্বেও এমন একটি অসাধারণ আয়োজন করার জন্য। প্রত্যেক একক অংশগ্রহণকারী তাঁদের পারফর্মেন্সের মাধ্যমে ভারতের একটি সুন্দর ছবি তৈরি করেছে। এই দিনে আমার সমস্ত সহ নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা এবং সবাইকে স্বাধীনতা দিবসেরও অনেক শুভেচ্ছা জানাই!
এ দিন রাজ্যজুড়ে পালিত হল স্বাধীনতা দিবস, মেয়ো রোডে গান্ধী মূর্তি ও ব্যারাকপুরের গান্ধীঘাটে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যপাল লা গণেশন। মহাকরণে পতাকা উত্তোলন করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতা হাইকোর্টে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -